মার্কিন যুক্তরাষ্ট্রের LGBTQ+ যুবক-যুবতীদেরর সাথে কাজ করা শিক্ষাবিদ ও অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য ধমকানি-বিরোধী পরামর্শ | LGBT Tech

LGBT Tech

সারা দেশের অসংখ্য ছাত্রদের কাছে ধমকানি একটি বড় সমস্যা আর LGBTQ+ কমিউনিটির যুবক-যুবতীরা বিষমকামী ছাত্রদের তুলনায় বেশি পরিমাণে এই সমস্যার সম্মুখীন হন। LGBTQ+ যুবক-যুবতীদের ডিজিটাল পদ্ধতিতে অন্যদের সঙ্গে সংযুক্ত হওয়ার যেমন কিছু সুবিধা আছে, তেমনই এর ফলে তাদের বিপদে পড়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সারা পৃথিবীর অর্ধেক সংখ্যক মহিলা জানিয়েছেন যে রাস্তার তুলনায় সোশ্যাল মিডিয়ায় তাদের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেসব মহিলা অনলাইনে হয়রানির শিকার হয়েছেন, তাদের মধ্যে 47% মহিলাকে শারীরিক বা যৌন নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে। CDC-র দেওয়া তথ্য অনুযায়ী, 33% মিডল স্কুল পড়ুয়া এবং 30% হাই স্কুল পড়ুয়া সাইবার বুলিয়িংয়ের শিকার হয়েছেন। ট্রেভর প্রোজেক্টের সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী, মিডল ও হাই স্কুল পড়ুয়া 42% LGBTQ যুবক-যুবতী গত বছর সাইবার বুলিয়িংয়ের শিকার হয়েছেন। এই সমীক্ষায় আরও জানা গেছে যে 35% সিসজেন্ডার LGBQ ছাত্রদের তুলনায় 50% ট্রান্সজেন্ডার বা নন-বাইনারি যুবক-যুবতী বেশি পরিমাণ সাইবার বুলিয়িংয়ের অভিযোগ জানিয়েছেন।

ধমকানি, আত্ম-পরিচয় ও আত্ম-সম্মান এবং পারিবারিক সমস্যার মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া LGBTQ+ যুবক-যুবতীদের সহায়তা প্রদান করার সময় বিবেচনা করার মতো কিছু রিসোর্স ও নির্দেশিকা রয়েছে।

LGBTQ+ যুবক-যুবতীদের সহায়তা প্রদান করতে আগ্রহী শিক্ষাবিদ ও অ্যাডমিনিস্ট্রেটদের এই কাজ শুরু করতে সাহায্য করার জন্য এখানে সেরকম কিছু রিসোর্স দেওয়া হলো। অন্যান্য সব বিষয়ের মতোই, LGBTQ+ কমিউনিটির যুবক-যুবতীদের সমস্যা কীভাবে মোকাবিলা করা হবে সেই বিষয়ক স্কুল ডিস্ট্রিক্ট এবং স্থানীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকারের আইন ও উপ-আইনও অনেক ক্ষেত্রেই আলাদা হয়। তাই আপনার প্রতিষ্ঠানে এই ধরনের বিশেষ কোনো সমস্যাজনক পরিস্থিতির সৃষ্টি হলে, স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

  • আপনার অঞ্চলের LGBTQ+ যুবক-যুবতীদের ক্ষেত্রে প্রযোজ্য নীতি, নিয়ম ও রিসোর্স সম্পর্কে জানুন, যেমন:
  • LGBTQ+ যুবক-যুবতীদের জন্য কীভাবে আরও সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ প্রদান করা যায় সেই ব্যাপারে জানতে কিটের অনুরোধ করুন অথবা এইসব সংস্থার থেকে তা ডাউনলোড করুন:
  • স্কুলের পরিবেশে ধমকানি বা সাইবার বুলিয়িংয়ের মতো ঘটনার মোকাবিলা করতে LGBTQ+ পড়ুয়াদের সুরক্ষামূলক সহায়তা প্রদান করুন।
    • LGBTQ+ যুবক-যুবতীরা বিষমকামী সহপাঠীদের তুলনায় বেশি পরিমাণে ধমকানির ঘটনার অভিযোগ জানিয়েছেন (58% বনাম 31%)। এছাড়া, LGBTQ+ যুবক-যুবতীরা নিরাপত্তাজনিত কারণে বেশি স্কুল কামাই করেন।
    • আপনার মিডল বা হাই স্কুলে জেন্ডার-সেক্সুয়ালিটি-অ্যালায়েন্স (আগে গে-স্ট্রেট-অ্যালায়েন্স নামে পরিচিত ছিল) ক্লাব না থাকলে তা শুরু করার কথা ভেবে দেখতেন পারেন। এই কলোরাডো GSA নেটওয়ার্ক গাইডে প্রতি মাসের সম্ভাব্য অ্যাক্টিভিটি, ইভেন্ট এবং স্কুলের বছরের প্রত্যেক মাসের জন্য টিম তৈরির বিভিন্ন আইডিয়া রয়েছে।
    • এই ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন কুইয়ার+ ককাস সংস্থাটি শিক্ষাবিদ ও অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য স্কুলে আইডি ব্যাজের সাথে পরার জন্য “I’m Here” ব্যাজ (মূল্য $2.00) প্রদান করে। এই ব্যাজ পরা প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দেখে বোঝা যায় যে ক্যাম্পাসে তার সাথে যেকোনো সময় ধমকানি বা সাইবার বুলিয়িংয়ের মতো ঘটনা সহ যেকোনো LGBTQ+ বিষয়ক সমস্যার কথা নিঃসঙ্কোচে বলা যাবে।
  • শিক্ষাজগতে সক্রিয়ভাবে সাইবার বুলিয়িং শনাক্ত ও প্রতিরোধ করুন।
    • সাইবার বুলিয়িং প্রতিরোধ করতে, সোশ্যাল মিডিয়ার সুষ্ঠু ব্যবহার বিষয়ক প্রচারের জন্য শিক্ষাবিদ ও অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে অসংখ্য রিসোর্স পাঠ্যক্রম উপলভ্য রয়েছে: কমন সেন্স K-12 ডিজিটাল সিটিজেনশিপ কারিকুলাম এবং Missingkids.org/Netsmartz.
    • শিক্ষাবিদদের জন্য সাইবার বুলিয়িং সংক্রান্ত আরও রিসোর্স ও নিবন্ধ পেতে এই ওয়েবসাইটে যান - Internetsafety101.org

পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করার জন্য Meta তার এডুকেশন হাব-এর মাধ্যমে বিভিন্ন ধরনের রিসোর্স প্রদান করে:

আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন