আপনার সন্তানের সঙ্গে তার ডিজিটাল ব্যক্তিত্ব সম্পর্কে কথোপকথন শুরু করা

আমাদের সন্তানের সঙ্গে যখন-তখন খোলামেলা কথোপকথন চলতে থাকলে, সেটাই ডিজিটাল কল্যাণের বিকাশে এক অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। অনলাইন নিরাপত্তা সেই কথোপকথনের এক গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত, কিন্তু শুধুমাত্র নিরাপত্তাই নয়, ডিজিটাল কল্যাণের আর সব দিকও এতে সামিল করতে আমাদের কথোপকথনের বিষয় সম্পর্কিত ব্যাপারেও যথেচ্ছ উদার হতে হবে। আমরা কীভাবে আমাদের জীবন যাপনকে সমৃদ্ধ করতে এবং আমাদের কমিউনিটিকে আরও উন্নত করতে যথাযথ প্রযুক্তি ব্যবহার করতে পারি, সে সম্পর্কিত কথোপকথনও এর মধ্যে থাকবে৷ Facebook ফ্রেন্ড এবং পরিবারের লোকজনের সঙ্গে সুন্দর ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলতে সঠিক প্রযুক্তি ব্যবহার করার ব্যাপারে কথা বলা এবং এর পাশাপাশি নতুন জিনিস শিখতে ও উপযুক্ত সিদ্ধান্ত নিতে তথ্যের সঠিক উৎস দ্রুত খুঁজে নিতে পারাও এর মধ্যেই পড়ে। আমাদের অনলাইন এবং অফলাইন কাজকর্মগুলো যথাযথভাবে ব্যালেন্স করতে পারার ব্যাপারটাও কিন্তু এর মধ্যেই রয়েছে।

ডিজিটাল সিটিজেনশিপ কোয়ালিশন স্বাস্থ্যবান ডিজিটাল নাগরিকদের 5টি পারদর্শিতা চিহ্নিত করেছে যা আমাদের বাড়িতে এবং স্কুলে শেখানো উচিত৷ আমাদের বাচ্চারা যাতে প্রযুক্তি ব্যবহারে ব্যালেন্স করে, সব কিছু জেনে, সব সমেত এনগেজ এবং অ্যালার্ট হতে শেখে, পারদর্শিতা তাতেই ফোকাস করতে সাহায্য করে থাকে। আপনার পরিবারের ডিজিটাল সংস্কৃতি সম্পর্কে ভেবে দেখার সময়, এটি গুরুত্বপূর্ণ যে আপনার বাচ্চারা যেন কথোপকথনে অংশ নেয়, আর তার নিজস্ব ডিজিটাল অভিজ্ঞতা যথাযথভাবে প্রকাশ করার সুযোগ পায়। একজন কার্যকর ডিজিটাল নাগরিক হওয়ার উপযোগী সব বৈশিষ্ট্য মেনে চলা কেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সে সম্পর্কে আলোচনা করুন। ভার্চুয়াল বিশ্বে তারা যেমন আচার-ব্যবহারে অভ্যস্ত হয়, সেই ভিত্তিতে তাদের এবং অন্যদের জীবনে তারা যে পার্থক্য তৈরি করতে পারে তা দেখতে ও বুঝতে তাদের সাহায্য করুন।

একক আলোচনায় কোনো পরিবারের প্রযুক্তিগত সংস্কৃতির পরিবর্তন ঘটে যায় না, তবে লাগাতার কথোপকথন চলতে থাকলে তা ঘটতে পারে। আপনি যাতে শুরু করতে পারেন তার জন্য, আপনার নিজের কথোপকথন শুরু করায় সহায়তা করতে এখানে 5টি ডিজিটাল নাগরিকত্ব সম্পর্কিত পারদর্শিতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটা কথোপকথন শুরু করার প্রম্পট দেওয়া হয়েছে;


ব্যালেন্স করা

  1. সেই কয়েকটা জিনিস কী-কী যা আপনার নির্দিষ্ট অ্যাপের ব্যবহার বন্ধ করা আপনার পক্ষে আরও কঠিন করে তোলে?
  2. এমন কি কখনো ঘটে যে কোনো নির্দিষ্ট ডিজিটাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকতে গিয়ে আপনি আরও গুরুত্বপূর্ণ অন্যান্য কাজ করার সময় পান না?
  3. ঠিক কোন সময়ে প্রযুক্তি ব্যবহার করা থেকে বিরতি নেবেন তা আপনি কীভাবে বুঝবেন?
  4. দিনের কোন-কোন সময়ে আমাদের সবরকম ডিভাইস ব্যবহার করা থেকে দূরে থাকা উচিত?
  5. কোন-কোন অ্যাপ বা ডিজিটাল অ্যাক্টিভিটিতে আপনার সময় দেওয়া উচিত, সেই ব্যাপারে আপনি কীভাবে সিদ্ধান্ত নেবেন?

ভালোভাবে জানা

  1. এমন নতুন কিছু আছে কি যা আপনি সাম্প্রতিক কালে অনলাইনে শিখেছেন?
  2. আপনি নতুন কিছু শিখতে চাইলে অনলাইনে তা শেখার জন্য আপনার প্রিয় জায়গাগুলো কী-কী?
  3. আমরা অনলাইনে যেসব তথ্য পেয়ে থাকি তা যে বিভ্রান্তিকর বা ভুল, সেটা বুঝতে না পারলে কী ধরনের বিপদ হতে পারে?
  4. কেউ ভুল তথ্য শেয়ার করলে আপনি কীভাবে তাতে প্রতিক্রিয়া জানাতে পারেন?
  5. আপনি কোনো কিছু শেয়ার করার পরেই সেটা যে সত্য নয় তা জানতে পারলে, তখন আপনার কী করা উচিত?

এতে অন্তর্ভুক্ত

  1. আপনি কি কখনও অনলাইনে এমন কিছু লিখেছেন বা বলেছেন যে কারণে পরে কখনো অনুতপ্ত হয়েছেন?
  2. আপনার কি কখনো এমন হয়েছে যে যাকে আপনি খুব সম্মান করেন অথচ তাকেই অনলাইনে এমন কিছু করতে বা বলতে দেখেছেন যা আপনাকে হতাশ করেছে?
  3. আপনার কী মনে হয় অনলাইনে না কি ব্যক্তিগতভাবে কারুর প্রতি নির্মম ব্যবহার করা আরও সহজ হয়ে ওঠে?
  4. আপনি কি ভাবতে পারেন যে এমন কিছু কারুর কাছ থেকে আপনি শিখেছেন অথচ তিনিই আপনার সাথে তাতে একমত নন?
  5. আপনি কি কখনো অনলাইনে 'আপনাকে বাদ দেওয়া হয়েছে' বা 'আপনি বাতিল হয়েছেন' বলে বোধ করেছেন?

এনগেজ থাকা

  1. আপনি কি কখনো অনলাইনে অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেয়েছেন?
  2. আপনার স্কুলে একটাই সমস্যার সমাধান আপনি করতে পারেন, এমন হলে আপনি কোনটা করবেন?
  3. আপনি কীভাবে প্রযুক্তির ব্যবহার করে সেই সমস্যার সমাধান করতে পারেন?
  4. ধরুন কোনো নতুন অ্যাপ বিশ্বকে আরও উন্নত করে তুলবে এবং সেটা আপনিই উদ্ভাবন করে ফেললেন, তবে এটার কাজ কী হবে?
  5. পারিবারিক স্মৃতি এবং স্টোরি ক্যাপচার করতে আপনি কী উপায়ে প্রযুক্তির ব্যবহার করতে পারেন?

অ্যালার্ট

  1. কাউকে অনলাইনে অন্য কারুর প্রতি খারাপ ব্যবহার করতে দেখলে আপনি কী করবেন?
  2. কী-কী সতর্কতামূলক চিহ্ন দেখে বোঝা যায় যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ নিরাপদ নাও হতে পারে?
  3. কেউ আপনাকে অনলাইনে এমন কিছু করতে বললে আর তাতে আপনি অস্বস্তি বোধ করলে আপনি কী করবেন?
  4. আপনি অনলাইনে ঘটে যাওয়া কিছু নিয়ে চিন্তিত বোধ করলে, এই ব্যাপারে আপনি কার সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে পারবেন?
  5. অনলাইনে সর্বদা নিরাপদ থাকতে পরিবার হিসাবে আমাদের কী-কী করা উচিত?
আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন