মিডিয়ার বিষয়ে শিক্ষিত ক্রিয়েটর হয়ে ওঠার জন্য পাঁচটি পরামর্শ

NAMLE

আমাদের সৃজনশীলতাকে কাজে লাগানো ও সকলের সাথে শেয়ার করার ক্ষেত্রে প্রযুক্তি আমাদের হাতে অসাধারণ ক্ষমতা দিয়েছে। কিন্তু, এটি সবাই জানে যে ক্ষমতা ব্যবহার করার জন্য দায়িত্বশীল হওয়া প্রয়োজন। নীতি মেনে ও দায়িত্ব সহকারে মিডিয়া তৈরি করতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিয়া তৈরি করা এখন এতো সহজ যে আমাদের তৈরি ও শেয়ার করা কনটেন্টের প্রভাব সম্পর্কে আমরা প্রায়ই কোনো চিন্তা করি না।

মিডিয়ার বিষয়ে শিক্ষিত ক্রিয়েটর হয়ে ওঠার জন্য 5টি পরামর্শ

  1. আপনার তৈরি করা কনটেন্ট আপনার চরিত্রের কোন দিক তুলে ধরছে তা ভেবে দেখুন। প্রিয় বন্ধুর সাথে ছবি, এইমাত্র আঁকা শেষ করেছেন এমন পেইন্টিং অথবা আপনার বিশেষ আগ্রহ আছে এমন কোনো সামাজিক বিষয় নিয়ে নিবন্ধ, আপনি যাই শেয়ার করুন না কেন সবকিছু থেকেই লোকজন আপনি মানুষ হিসেবে কেমন ও আপনার বিশ্বাস সম্পর্কে জানতে পারেন। আপনার তৈরি করা কনটেন্ট যেন আপনি যে ধরনের মানুষ হয়ে উঠতে চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করবেন।
  2. আপনার কনটেন্ট অন্যদের উপর কী প্রভাব ফেলতে পারে তা ভেবে দেখুন। আপনি যা তৈরি ও শেয়ার করেন তা তথ্যের জগৎ এবং সেখানে নেভিগেট করছেন এমন লোকজনের উপর প্রভাব ফেলে। আপনার কনটেন্ট অন্যদের অনুপ্রাণিত বা বিনোদন করতে পারে। সেটি কাউকে বিরক্ত বা অসন্তুষ্ট করতেও পারে। শেয়ার করার আগে সেটির প্রভাব এবং নেতিবাচক পরিণাম কীভাবে করা পরিচালনা করা যায় সেগুলি নিয়ে চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ।
  3. স্বচ্ছতা বজায় রাখুন। কনটেন্ট তৈরি বা শেয়ার করার কারণ কী? আপনি কি এটি করার জন্য পেমেন্ট পেয়েছেন? আপনার কোনো বন্ধু কি এটি শেয়ার করতে বলেছেন? আপনি কেন কনটেন্ট শেয়ার করছেন সেই বিষয়ে সততা ও স্বচ্ছতা বজায় রাখা আপনার ফলোয়ারদের কাছে গুরুত্বপূর্ণ, বিশেষত আপনার অনেক ফলোয়ার থাকলে এবং আপনি অর্থ উপার্জন করা শুরু করে থাকলে।
  4. লাইকের সংখ্যার উপর খুব গুরুত্ব দেবেন না। আমাদের সকলেরই সেই অভিজ্ঞতা হয়েছে। আপনি অনেক পরিশ্রম করে একটি নিখুঁত ফটো তুলেছেন এবং সেটি শেয়ার করে গর্ব অনুভব করছেন। তারপরে যথেষ্ট ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ার ফলে আপনি হতাশ হোন। তৈরি ও শেয়ার করার প্রক্রিয়া থেকে আনন্দ লাভ করার চেষ্টা করুন, প্রতিক্রিয়া থেকে নয়! আপনার কনটেন্ট কতজন দেখবেন ও লাইক করবেন তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, কিন্তু কনটেন্টের ব্যাপারে আপনার অনুভূতি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন!
  5. ন্যায্য ব্যবহার ও কপিরাইটের ধারণা বুঝুন। আপনি কী শেয়ার করতে পারেন এবং কীভাবে অন্যদের কনটেন্ট আবার ব্যবহার করতে পারেন, সেই সম্পর্কে কিছু নিয়ম আছে। আপনি কি জানতেন যে কপিরাইট ধারকের অনুমতি ছাড়া আপনি যদি কোনো কনটেন্ট ব্যবহার করেন, তাহলে কপিরাইটযুক্ত কিছু উপাদান ব্যবহারের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে? আপনি যদি একজন অ্যাক্টিভ কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই দেখে নিন যে আপনি ন্যায্য ব্যবহার ও কপিরাইট সম্পর্কিত নিয়ম ভালোভাবে জানেন।

সম্পর্কিত প্রসঙ্গ

আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন