অনলাইনে অন্যদের সাথে সামাজিক তুলনা এবং নিজের জন্য ইতিবাচক ভাবনা

JED Foundation (জেড ফাউন্ডেশন)

25 অক্টোবর, 2022

নিজেকে অন্যের সাথে তুলনা করা মানুষের স্বভাব। কিন্তু কিশোর-কিশোরীদের ক্ষেত্রে, যারা নিজেদের সত্যিকারের পরিচয় এবং দুনিয়াতে তাদের উপযুক্ত জায়গা কোথায় তা খুঁজে বের করতে ব্যস্ত, এই ধরনের তুলনা বিশেষভাবে তাদের উপর বোঝা সৃষ্টি করতে পারে। কিশোর-কিশোরীরা শ্রেণীকক্ষে, খেলার টিমেই থাকুক বা তারা সোশ্যাল মিডিয়াই ব্যবহার করুক, — সচেতনভাবে বা অবচেতনে — তারা তাদের চেহারা, সম্পর্ক, আবেগ, জীবনধারা এবং দক্ষতা বা ক্ষমতাকে অন্যদের সঙ্গে অনবরত তুলনা করতে থাকে। যদি তাদের মনে হয় যে তারা পিছিয়ে পড়েছেন, তাহলে তা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। The Jed Foundation (দ্যা জেড ফাউন্ডেশন)-এর বিশেষজ্ঞদের গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় যে অনিয়ন্ত্রিত, ক্রমাগত অন্যদের সাথে নিজের নেতিবাচক সামাজিক তুলনার ফলে আত্মমর্যাদাবোধের অভাব, একাকীত্ব, নিজের সম্পর্কে নেতিবাচক ভাবনা এবং জীবনে অসন্তোষের অনুভূতি তৈরি হতে পারে।

The Jed Foundation (দ্য জেড ফাউন্ডেশন) অনলাইনে ও বাস্তব জীবনে অন্যদের সাথে নিজের সামাজিক তুলনা করা সম্পর্কিত নির্দেশিকা তৈরি করেছে। আপনার কিশোর-কিশোরী সন্তান যাতে সোশ্যাল মিডিয়ার বিষয়ে তার মধ্যে তৈরি হওয়া আবেগ নিয়ে কথা বলতে পারেন এবং আপনিও যাতে তার সঙ্গে একসাথে তার নিজের সম্পর্কে শক্তিশালী ইতিবাচক ভাবনা তৈরি করার জন্য সাহায্য করতে পারেন, সেই জন্য আমরা আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে নিচের পরামর্শ শেয়ার ও আলোচনা করার জন্য উৎসাহিত করি।

সোশ্যাল মিডিয়াতে সামাজিক তুলনা নিয়ন্ত্রণ করা


  1. দৃষ্টিভঙ্গি ঠিক রাখুন। কারও জীবনে কী ঘটছে, সেই সম্পর্কে কেউ কোনো একটি পোস্ট দেখে সবকিছু বলতে পারেন না। লোকেরা আনন্দে আছেন তা দেখানোর জন্য তারা নিজের পোস্ট ফিল্টার বা এডিট করতে পারেন এবং অ্যাকাউন্টগুলো কখনও কখনও যত্ন সহকারে কিউরেট করা হয়, যাতে আপনি শুধুমাত্র সেটিই দেখতে পান যা তারা আপনাকে দেখাতে চান। ছবি ও মেসেজ দেখার সময় গভীরভাবে চিন্তা করুন এবং মনে রাখবেন যে অন্যদের করা যে পোস্টটি আপনি দেখছেন তা তাদের জীবনের একটি ক্ষুদ্র অংশ মাত্র।
  2. আপনার অনুভূতির বিষয়ে বিবেচনা করুন। ভিন্ন কনটেন্ট দেখে আপনার কী রকম লাগে, তা বিবেচনা করুন। কোন কনটেন্ট আপনাকে অনুপ্রাণিত করে এবং কোনটি দেখে আপনার ভালো লাগে ও কোন কনটেন্ট এর বিপরীত প্রভাব ফেলে? কনটেন্ট দেখে আপনার কী রকম লাগে তার উপর গুরুত্ব দিয়ে, আপনি নিজের সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতাকে এমনভাবে রূপ দিতে পারেন যা আপনাকে আনন্দ আর গুরুত্ব দেবে।
  3. নিয়মিতভাবে অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ করুন। আপনি যে অ্যাকাউন্টগুলি ফলো করেন তার তালিকা দেখুন এবং এমন কোনো অ্যাকাউন্ট যদি থাকে যার পোস্ট দেখে আপনার খারাপ লাগে, সেই অ্যাকাউন্টটিকে আনফলো করার বিষয়ে চিন্তা করুন। মাঝে মাঝে এরকম করলে আপনি নতুন অ্যাকাউন্ট ফলো করার বিষয়ে ভাবার সুযোগ পাবেন, যা আপনার মন ভালো করতে পারে। আপনি যদি কোনো অ্যাকাউন্ট আনফলো করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে পরিবর্তে সেটিকে মিউট করতে পারেন, এমনটা করলে আপনি সেই অ্যাকাউন্টের কনটেন্ট দেখতে পাবেন না।
  4. সোশ্যাল মিডিয়াতে সামাজিক রীতি-নীতি বজায় রাখুন। গবেষণায় দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার সক্রিয় ব্যবহার — কনটেন্ট এবং লোকদের সাথে ইন্টার‍্যাক্ট করা— সংযুক্ত ও সংশ্লিষ্ট থাকার অনুভূতি জাগিয়ে তুলতে পারে এবং আপনার মেজাজ আরও ভালো করতে পারে। তুলনামুলকভাবে, সোশ্যাল মিডিয়ার নিষ্ক্রিয় ব্যবহার, অবিরাম স্ক্রোলিং এবং বন্ধু ও পরিবারের লোকেদের সঙ্গে কোনো ইন্টার‍্যাকশন না করলে, আপনি নিঃসঙ্গ বা বিচ্ছিন্ন বোধ করতে পারেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সামাজিক সংযোগ গড়ে তুলুন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন, আনন্দ দেয় এমন কনটেন্টের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনি যাদের গুরুত্ব দেন তাদের সঙ্গে সংযোগ গড়ে তুলুন।
  5. প্রয়োজন হলে বিরতি নিন। কখনও কখনও ফোন নামিয়ে রেখে স্ক্রীন থেকে দূরে সরে যাওয়াই হলো শ্রেষ্ঠ উপায়। প্রত্যেকে আলাদা, তাই সোশ্যাল মিডিয়াতে সকলে একই পরিমাণ সময় কাটান না, তবে এমন টুল রয়েছে যা ব্যবহার করে আপনি ভারসাম্য বজায় রাখতে পারেন৷ আপনি যদি নিজের আবেগে ডুবে থাকেন এবং সোশ্যাল মিডিয়া থেকে নেতিবাচক অনুভূতি হচ্ছে বলে লক্ষ্য করেন, তাহলে এর থেকে সরে যাওয়াই ঠিক।

সোশ্যাল মিডিয়াতে নিজের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা


  1. নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন। গবেষণায় দেখা গেছে, কারোর ফিডে বিভিন্ন সংস্কৃতির, প্রেক্ষাপটের ও চেহারার লোকেদের বৈচিত্র্যময় মেলবন্ধন থাকলে, সোশ্যাল মিডিয়া আকর্ষণীয় ও উপকারী বলে মনে হয়। যারা আপনাকে অনুপ্রাণিত করেন, সমর্থন করেন ও কৌতূহলী বোধ করতে সাহায্য করেন, এমন অ্যাকাউন্ট ও লোকেদের খুঁজুন ও ফলো করুন।
  2. মানুষ হিসাবে আপনি আসলে কেমন, তা সবার কাছে তুলে ধরুন। আপনি যা শেয়ার করতে চান তা আপনার এবং যারা আপনার পোস্টগুলি দেখেন উভয়ের উপরই প্রভাব ফেলতে পারে৷ শেয়ার করার আগে, নিজেকে প্রশ্ন করুন: এটি শেয়ার করার পিছনে আমার উদ্দেশ্য কী? আমি কি নিজের প্রতি সৎ? এমন কনটেন্ট তৈরি করে পোস্ট করুন যা আপনার বিষয়ে সব কিছু সম্পূর্ণভাবে প্রকাশ করবে, যেমন: আপনার আবেগ, আগ্রহ, সাংস্কৃতিক ঐতিহ্য ও গুণাবলী এবং এমনটা করলে আপনি ও আপনার ফলোয়াররা সোশ্যাল মিডিয়াতে আরও ইতিবাচক অভিজ্ঞতা পেতে পারবেন।
  3. নিজেকে ইতিবাচক আর সহানুভূতিশীল চিন্তাভাবনায় মগ্ন রাখুন। সোশ্যাল মিডিয়ায় অন্য কারো কিউরেট করা ছবির সাথে নিজেকে তুলনা করা, আপনার জন্য যুক্তিসঙ্গত নয়। আপনি কখন এটি করছেন তা লক্ষ্য করুন এবং নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা করে এই ধরনের চিন্তা করা বন্ধ করুন। যেমন, সোশ্যাল মিডিয়ার তুলনা যদি আপনাকে নিজের সম্পর্কে হতাশ করে, তাহলে আপনি নিজের সম্পর্কে পছন্দ করেন বা অন্য কেউ আপনাকে সেই নিয়ে প্রশংসা করেছেন, এমন তিনটি জিনিস বার বার বলার চেষ্টা করুন।
  4. কৃতজ্ঞ বোধ করার অভ্যাস করুন। যা আপনার কাছে যা নেই বলে মনে হচ্ছে তা নিয়ে মন খারাপ করার পরিবর্তে, আপনার জীবনে যা আছে সেই বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের কৃতজ্ঞতাবোধ সবার মধ্যে স্বাভাবিকভাবে আসে না। এটি করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাতে হবে, তবে এটি একটি ফলপ্রসূ কাজ। এটি নেতিবাচক সামাজিক তুলনার প্রভাবগুলিকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে এবং আপনি কোথায় আছেন– এবং আপনি কে – সে সম্পর্কে আপনাকে ভালো অনুভূতি লাভে সাহায্য করতে পারে৷

আপনার কিশোর-কিশোরীর যদি নিজের সম্পর্কে ইতিবাচক কিছু বলার ক্ষেত্রে সমস্যা হয়, তবে তারা যাতে সহজে তা বলতে পারে, তার জন্য তাদের কোন দিকটি আপনার ভালো লাগে তাদের তা বলুন! তিনি যেন কোনো বন্ধুকে তার সম্বন্ধে ইতিবাচক কিছু বলতে বলেন, তার জন্য তাকে উৎসাহ যোগান বা অন্যভাবে বললে, তাকে জিজ্ঞাসা করুন: কেউ যদি তার সম্পর্কে খারাপ ভাবেন, তাহলে তিনি তাকে কী ধরনের ইতিবাচক কথা বলবেন?

পিতামাতা এবং অভিভাবকদের জন্য চূড়ান্ত উপদেশ

ব্যক্তিগত ও সূক্ষ্ম পার্থক্য সামাজিক তুলনাকে প্ররোচিত করে। গবেষণায় দেখা গেছে, আমরা অনলাইনে কোথায় যাই এবং সেই প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকের অবদান কী (যেমন, সেখানে থাকার অনুপ্রেরণা, আত্মবিশ্বাসের স্তর এবং সেই দিন আপনি কেমন অনুভব করেন) তা কোনো কনটেন্ট সম্পর্কে আমাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। এমনকি আমাদের মেজাজ, সাম্প্রতিক অভিজ্ঞতা ও কোনো নির্দিষ্ট সাইটে যাওয়ার কারণের উপর নির্ভর করে, একই কনটেন্টের ক্ষেত্রে আমাদের ভিন্ন অনুভূতি হতে পারে। এর মানে হলো যে এই পরামর্শগুলো সর্বজনীন নয় এবং সেগুলোকে আপনার কিশোর বয়সী সন্তানের সঙ্গে আরও আলোচনা করতে সাহায্য করার জন্য, একটি গাইড হিসাবে তৈরি করা হয়েছে।

কোনো কিশোর বা কিশোরীর মা বা বাবা অথবা অভিভাবক হিসাবে, আপনি সম্ভবত সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন তা হলো, তার সঙ্গে কথা বলা শুরু করা এবং কৌতূহল ও সহানুভূতির সঙ্গে তার কথা শোনা। তাদের বুঝতে সাহায্য করুন যে সোশ্যাল মিডিয়াতে তাদের উপস্থিতি, তাদের কেমন অনুভব করাচ্ছে তা জানা কতটা গুরুত্বপূর্ণ। উত্তেজিত হওয়ার মতো একটি ছোট ঘটনাও, নির্দেশ করে যে এখন সোশ্যাল মিডিয়া বন্ধ করে অন্য কিছু করলে ভালো হয়। আপনার কিশোর বয়সী সন্তানকে জানান যে আপনি তার জন্য সবসময় আছেন এবং তিনি কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যাবহার করছেন, সেই সম্পর্কে (ভালো, খারাপ ও সবকিছু নিয়ে!) আপনি সবসময় কথা বলার জন্য তৈরি আছেন।

আপনার কিশোর বয়সী সন্তানকে মনে করিয়ে দিন যে তার কাছে সোশ্যাল মিডিয়া দেখা ছাড়াও আরও অনেক কিছু করার আছে। আপনার কাছে তার কোন বিষয়টি ভালো লাগে এবং তার কোন দিকটি আপনাকে প্রভাবিত করেছে, তা তাকে বলুন। আপনি যদি নিজের কিশোর বয়সী সন্তানের মধ্যে তার নিজের সম্পর্কে সফল মনোভাব গড়ে তুলতে পারেন, তাহলে এতে তিনি সারা জীবন উপকৃত হবেন।

সবশেষে, আপনার কিশোর-কিশোরী সন্তান সম্পর্কে দুশ্চিন্তা যদি তখনও থেকে যায়, তাহলে জানবেন এক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য আরও উপায় রয়েছে। এখানে বিশ্বস্ত মানসিক স্বাস্থ্য বজায় রাখার কৌশল ও প্রোভাইডার খুঁজুন

আরও সাহায্যের উপায়


আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন