Meta দীর্ঘদিন ধরে লোকেদের নতুন নতুন আগ্রহ ও কানেকশন সম্পর্কে জানতে এবং নিজস্ব প্ল্যাটফর্মগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য AI ব্যবহার করছে, তবে এখন ইউজারদের অভিজ্ঞতা উন্নত করতে জেনারেটিভ AI ব্যবহার করার অনুমতি দিচ্ছে। জেনারেটিভ AI-এর একটি সাধারণ সংক্ষিপ্ত বিবরণ দিয়ে শুরু করুন।
কনটেন্ট তৈরি বা সংশোধন করতে জেনারেটিভ AI কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এবং এতে টেক্সট, ছবি, অ্যানিমেশন ও কম্পিউটার কোড অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি প্রশ্নের উত্তর দিতে বা নতুন ডকুমেন্ট তৈরি করতে ব্যবহার করা হতে পারে, যেমন, পরিকল্পিত কোনো ভ্রমণের যাত্রাপথ বা শেক্সপিয়ারের শৈলীতে একটি কবিতা রচনা। এটি খসড়া প্রবন্ধ, প্রতিবেদন ও অন্যান্য ডকুমেন্ট তৈরি করতে, একটি গবেষণামূলক সহায়ক হিসাবে কাজ করতে পারে। এটি ফটোগ্রাফ এডিট করতে, বড় নিবন্ধকে বুলেট পয়েন্টে সংক্ষিপ্ত করতে, ইমেইলের টোন সামঞ্জস্য করতে, কেনাকাটার সময় একাধিক প্রোডাক্টের মধ্যে তুলনা করতে এবং আরও অনেক কিছু করতে ব্যবহার করা হতে পারে।
একটি নতুন প্রযুক্তি কীভাবে তাদের পরিবারকে প্রভাবিত করতে পারে, তা ভাবা মা-বাবাদের জন্য স্বাভাবিক। এবং অতীতে আমাদের কখনও মোকাবিলা করতে হয়নি, এমন কোনো সমস্যা জেনারেটিভ AI-এর কারণে হলে, আপনার কিশোর বয়সি সন্তান যাতে এটি নিরাপদে, যথাযথভাবে ও উৎপাদনশীলভাবে ব্যবহার করতে পারেন, সেই জন্য ঠিক যে ব্যবস্থা আপনি ইতিমধ্যেই অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রে নিয়েছেন, সেই একইভাবে তাকে সাহায্য করুন। এটি কী ও কীভাবে আপনার কিশোর বয়সি সন্তান সেটি ব্যবহার করতে পারবেন, তা বুঝে এই প্রচেষ্টাটি শুরু হয়। আপনার কিশোর বয়সি সন্তানের কাছ থেকেও এই সংক্রান্ত সবচেয়ে ভালো তথ্য পেতে পারেন। তার কাছ থেকে জানতে চান তিনি জেনারেটিভ AI ব্যবহার করেন কি না এবং ব্যবহার করলে, তিনি কী করেন, কোন টুল ব্যবহার করেন, এই সম্পর্কে কী পছন্দ করেন ও তার উদ্বেগের বিষয়গুলো কী। তার কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়ার, জেনারেটিভ AI-এর সুবিধা ও অসুবিধা, সম্ভাব্য ঝুঁকি এবং কীভাবে দায়িত্ব সহকারে এটি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করার, জন্য এটি একটি ভাল সময় হতে পারে।
এবং প্রযুক্তি পরিবর্তিত হলেও, মানগুলো প্রায় একই থাকে। আপনি চান আপনার কিশোর বয়সি সন্তান যেন সঠিক তথ্য অ্যাক্সেস করেন, তিনি যা তৈরি করেন ও অন্যদের সঙ্গে শেয়ার করেন সেই সম্পর্কে চিন্তাশীল ও দায়িত্বশীল হতে পারেন এবং কখনও কখনও প্রযুক্তি ব্যবহার করা থেকে বিরতি নেওয়ার মতো কাজ করে অন্যদের ও নিজের ভালো যত্ন নিতে পারেন।
সব নতুন প্রযুক্তির মতো, জেনারেটিভ AI-ও ক্রমশ বিকশিত হচ্ছে, তাই সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা গুরুত্বপূর্ণ, এর মধ্যে সাহায্য বিভাগ, ব্লগ পোস্ট এবং আপনি ও আপনার কিশোর বয়সি সন্তান যে পরিষেবাগুলো ব্যবহার করেন সেগুলোর অন্যান্য আপডেট সহ খবর পড়া রয়েছে।
Meta-র ক্ষেত্রে AI-এর ব্যবহার
Meta দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্দেশ্যে AI ব্যবহার করছে, যেমন, সুপারিশ করার বিষয়ে সাহায্য পেতে এবং কোনো বিষয়ে লোকেদের আগ্রহ থাকতে পারে এমন ঘটনা সম্পর্কে তাদের জানাতে। এটি নিজস্ব ইউজারদের সুরক্ষিত রাখতে সাহায্য পাওয়ার জন্য AI ব্যবহার করে।
Meta এখন নিজস্ব সব পরিষেবা জুড়ে ইউজারদের জন্য জেনারেটিভ AI উপলভ্য করছে। যেমন, Meta-র নতুন AIগুলো প্রশ্নের উত্তর দিতে পারে, বিভিন্ন বিষয়ে কথোপকথন করতে পারে ও কথোপকথনের সুরে কোনো বিষয় লিখতে পারে। প্রতিটি AI-এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বিশেষত্ব রয়েছে, যেমন, গেমস, খাবার, ভ্রমণ, হাস্যরস ও সৃজনশীলতা। বিভিন্ন প্রশ্নের উত্তর কোনো মানুষ নয়, বরং AI তৈরি করে।
আপনি একটি AI-এর সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারেন অথবা কোনো প্রশ্ন বা অনুরোধ করার পর তাতে @Meta AI লিখে গ্রুপ চ্যাটে Meta AI ব্যবহার করতে পারেন। Meta AI-এর সঙ্গে ইন্টার্যাক্ট করার সময় বা সরাসরি ওয়েব অভিজ্ঞতার মাধ্যমে লোকেরা মেসেজে "/কল্পনা করুন" টাইপ করে ছবি জেনারেট করতে পারেন।
জেনারেটিভ AI-এর আরেকটি উদাহরণ হলো স্টিকার, Meta প্ল্যাটফর্মে তা খুব জনপ্রিয়। ইউজাররা যোগাযোগ করতে এবং নিজেদের প্রকাশ করার জন্য সাহায্য পেতে, শুধুমাত্র টেক্সট দিয়ে ছবির বর্ণনা করে AI জেনারেটেড স্টিকার ব্যবহার করতে পারেন।
Meta AI দিয়ে জেনারেট করা ফটোরিয়ালিস্টিক ছবিতে Meta দৃশ্যমান সূচক অন্তর্ভুক্ত করে, যাতে সেই ছবিগুলোকে মানুষের জেনারেট করা কনটেন্ট ভেবে লোকেদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম হয়। এই সূচকের উদাহরণের মধ্যে রয়েছে Meta AI অ্যাসিস্ট্যান্টের ইমেজ জেনারেটর দিয়ে তৈরি কনটেন্টে থাকা একটি দৃশ্যমান বার্ন-ইন ওয়াটারমার্ক এবং অন্যান্য জেনারেটিভ AI বৈশিষ্ট্যর জন্য উপযুক্ত ইন-প্রোডাক্ট ব্যবস্থা।
Meta AI অভিজ্ঞতা মার্কিন যুক্তরাষ্ট্রে Meta-র প্ল্যাটফর্মে প্রত্যেকের জন্য উপলভ্য এবং একটি জেনারেটিভ AI মডেলে কী তৈরি করা যায় ও কী তৈরি করা যায় না, সেই সংক্রান্ত নির্দেশিকা আছে। নিরাপদ অভিজ্ঞতা সরবরাহ করতে Meta কীভাবে কাজ করে, সেই সম্পর্কে এখানেআরও জানুন।
জেনারেটিভ AI সম্পর্কে আপনার কিশোর বয়সি সন্তানের সঙ্গে কথা বলা
জেনারেটিভ AI কনটেন্ট শনাক্ত করা
জেনারেটিভ AI ব্যবহার করে কিছু তৈরি করা হয়েছে কি না, তা শনাক্ত করা সর্বদা সহজ নয়। সোশ্যাল মিডিয়ার অন্যান্য পোস্টের মতো, ইউজাররা কনটেন্ট তৈরি, পেস্ট বা আপলোড করতে পারেন এবং এটি সম্ভব যে সেগুলোতে জেনারেটিভ AI-এর লেবেল নাও থাকতে পারে। লোকেরা যাতে জেনারেটিভ AI দিয়ে জেনারেট করা ছবি শনাক্ত করতে পারেন, সেই জন্য Meta সহ কিছু জেনারেটিভ AI পরিষেবা এই ধরনের ছবিতে দৃশ্যমান চিহ্ন যুক্ত করবে, তবে সর্বদা তা সম্ভব হবে না।
Meta, ইউজারদের কনটেন্ট আপলোড করার অনুমতি দেয় এবং ইউজার জেনারেটিভ AI দিয়ে তৈরি ও লেবেল না থাকা কিছু কনটেন্ট আপলোড করতে পারেন।
তথ্য ভেরিফাই করা
জেনারেটিভ AI-তে ভুল তথ্য জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে, একে কখনও কখনও "হ্যালুসিনেশন" বলা হয়। জেনারেটিভ AI-এর তথ্য বিশ্বাস করা বা শেয়ার করার আগে, নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করা ও সেই বিষয়ে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। কারণ, স্ক্যামাররা আপনার কিশোর বয়সি সন্তানের প্রোফাইল বা অ্যাকাউন্টের সঙ্গে প্রতারণা বা তা অসৎ উদ্দেশ্যে কাজে লাগাতে জেনারেটিভ AI ব্যবহার করতে পারেন।
দায়িত্বশীল ব্যবহার
আপনার কিশোর বয়সি সন্তানকে জেনারেটিভ AI ব্যবহার করার ক্ষেত্রে সৎ ও যত্নশীল হওয়ার, উৎস উদ্ধৃত করার, স্কুলের নির্দিষ্ট নিয়ম মেনে চলার দায়িত্ব মনে করিয়ে দিন এবং মনে রাখবেন তার কাজের নির্ভুলতা ও সত্যতার জন্য তাকে দায়বদ্ধ থাকতে হবে। মা-বাবাদেরও AI-জেনারেটেড কনটেন্ট ইতিবাচক ও ক্ষতিকর নয় এমন উদ্দেশ্যে ব্যবহার করার বিষয়ে কথা বলতে হবে।
প্রাইভেসি ও নিরাপত্তা
যে কোনো জেনারেটিভ AI ব্যবহার করার সময়, আপনার কিশোর বয়সি সন্তানকে তার প্রাইভেসি ও নিরাপত্তা রক্ষা করার কথা মনে করিয়ে দিন। একটি জেনারেটিভ AI প্রোডাক্ট, সেটির জেনারেটিভ AI উন্নত করতে আপনার দেওয়া তথ্য ব্যবহার করতে পারে। সামাজিক নিরাপত্তা নম্বর, ক্রেডিট কার্ড নম্বর বা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে চান না, এমন কিছুর মতো গোপনীয় তথ্য কোনোভাবেই দেবেন না। আপনার কিশোর বয়সি সন্তানের সঙ্গে AI-জেনারেটেড স্ক্যামের ঝুঁকির বিষয়ে আলোচনা করুন।
জেনারেটিভ AI সম্পর্কে, আপনার ও আপনার কিশোর বয়সি সন্তানের প্রয়োজনীয় আরও তথ্যের জন্য:
কিশোর-কিশোরীদের সহায়তার জন্য Meta-র রিসোর্স (সাহায্যের উপায়)