আত্মহত্যার প্রসঙ্গটি বেশ জটিল হলেও, আমাদের এই বিষয়ে আলোচনা করতেই হবে। প্রাপ্তবয়স্কদের মতোই, কিশোর-কিশোরীরাও এই ভয়ঙ্কর ঘটনায় সহজেই প্রভাবিত হতে পারে। কিশোর-কিশোরীদের মা-বাবা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং তাদের জীবনে থাকা অন্যান্য বিশ্বস্ত লোকজন সবাই একটি ভূমিকা পালন করেন, যখন আত্মহত্যা-সম্পর্কিত চিন্তাভাবনা, অনুভূতি বা আচরণের বিষয়ে জানার দরকার হয়।
কিশোর-কিশোরীদের সাথে আত্মহত্যা নিয়ে কথা বলার জন্য উপযুক্ত ভাষা
আপনার কিশোর বয়সের সন্তানের সাথে এই বিষয়ে কথা বলা সহজ নয়, কিন্তু এই বিষয়ে আপনি কথোপকথন করতে চাইলে (বা তারা এই প্রসঙ্গে কথা বলতে চাইলে), তা এড়িয়ে যাবেন না।
সমস্যাগুলোকে সর্বদা এমনভাবে দেখার চেষ্টা করুন যা সহায়ক হবে। আপনি যে শব্দ, ভাষা ও প্রসঙ্গ ব্যবহার করবেন, সেগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিন। আপনি আলোচনায় যে শব্দ বা ভাষা ব্যবহার করেন, সেগুলো কথোপকথনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কথোপকথনের প্রথমে আশা, আরোগ্য লাভ এবং সাহায্য খোঁজা নিয়ে কথা বলুন। এমন পরিবেশ তৈরি করুন, যেখানে তারা স্বছন্দে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারেন। আপনি তাকে ভালোবাসেন এবং তিনি চাইলেই সাহায্য পেতে পারেন, সেটা তাকে জানান।
নিচে কিছু সাহায্যমূলক ভাষার উদাহরণ দেওয়া হলো একটি গাইড থেকে যা আমাদের পার্টনার Orygen প্রকাশ করেছে — Orygen হলো একটি অলাভজনক সংস্থা যারা অল্পবয়সী ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের উপর মনোযোগ দেয়। আত্মহত্যার বিষয়ে আলোচনা করার সময়, এই পয়েন্টগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ:
বিপরীতভাবে, আত্মহত্যার বিষয়ে কথা বলার এমন কিছু উপায় আছে, যেভাবে কথা বললে কথোপকথন সঠিক পথে এগোবে না।
আপনার কিশোর বয়সের সন্তানের মুখে "আমি হারিয়ে যেতে চাই" বা "আমি এইসব শেষ করে দিতে চাই"—এমন কথা শুনলে, তা আত্মহত্যার সতর্কতামূলক লক্ষণ হিসাবে বিবেচনা করবেন। তারা হতাশ ও অসহায় বোধ করছেন, এমন ইঙ্গিত দিতে পারেন বা তারা অন্যদের কাছে বোঝা হয়ে রয়েছেন, এমন কোনো কিছু জানাতে পারেন। তিনি যে জিনিসগুলো সাধারণত করে থাকেন তাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন বা তিনি ঝোঁকের বশে কাজ করতে পারেন।
Orygen যেভাবে হাইলাইট করেছে সেই হিসাবে কম বয়সী লোকেদের আত্মহত্যামূলক অন্যান্য লক্ষণ-এর মধ্যে এগুলো থাকতে পারে:
কিশোর-কিশোরীদের মধ্যে এই ধরনের আত্মহত্যামূলক আচরণ দেখতে পেলে, মা-বাবা, অভিভাবক ও অন্য লোকেরা নিচে উল্লিখিত সমস্ত পদক্ষেপ নিয়ে তাদের সহায়তা করতে পারেন।
আপনার কিশোর-কিশোরী সন্তানের মধ্যে এই সতর্কতামূলক লক্ষণ দেখলে বা তিনি আপনার সাথে কথা বলতে চাইলে কী করা উচিত তা যদি বুঝতে না পারেন, তাহলে এখানে কিছু উপায় দেওয়া হলো যার সাহায্যে আপনি তাকে সহায়তা করতে পারেন। সহায়তা করার জন্য যা করতে হবে, তেমন বিষয়ের একটি লিস্ট Forefront তৈরি করেছে: আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে উদ্ভাবনী ধারণা।
আত্মহত্যা প্রতিরোধ
জাতীয় আত্মহত্যা প্রতিরোধ লাইফলাইন 1-800-273-8255
সঙ্কট সংক্রান্ত টেক্সট লাইন 741-741
অনলাইনে "আত্মহত্যার চ্যালেঞ্জ" বা "গেমের" মধ্যে অনেকগুলো ক্ষতিকারক কাজের সিরিজ দেওয়া হয়, এই কাজগুলো লোকেদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য দেওয়া হয় এবং এগুলোর তীব্রতা প্রতি ধাপে সাধারণত বাড়তে থাকে। যেসব কনটেন্টে এই সব চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করা হয়, সেগুলো Meta-র নীতি বিরুদ্ধ। Meta এই রকম কনটেন্ট সরিয়ে দেয়, এমনকি কিছু পরিস্থিতিতে, এগুলো পোস্ট করা অ্যাকাউন্টগুলোও আমরা সরিয়ে দিতে পারি।
আপনি যদি দেখেন যে আপনার কিশোর বয়সের সন্তান এই ধরণের কনটেন্ট শেয়ার করছেন (বা যদি তিনি আপনাকে বলেন যে ক্লাসমেটদের তা শেয়ার করতে দেখেছেন), তাহলে এর পর কী করতে হবে সেই সম্পর্কে এখানে কিছু পরামর্শ রয়েছে:
Meta প্রযুক্তিতে সুস্থতা এবং অনলাইন নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত অনলাইন সাহায্যের উপায় দেখতে, আমাদের আত্মহত্যা প্রতিরোধ হাব বা আমাদের নিরাপত্তা কেন্দ্র দেখুন।
যারা আমাদের প্রযুক্তি ব্যবহার করেন তাদের আরও ভালোভাবে সহায়তা করার জন্য, Meta নিচের বিশেষজ্ঞ সংগঠনগুলোর সাথে পার্টনারশিপে কাজ করে:
মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয় আত্মহত্যা প্রতিরোধ লাইফলাইন 1-800-273-8255
সঙ্কট সংক্রান্ত টেক্সট লাইন 741-741