ব্ল্যাকমেইল (সেক্সটরশন) বন্ধ করা: মা-বাবাদের জন্য পরামর্শ | Thorn-এর গাইড

Thorn

Thorn-এর তৈরি করা এবং Facebook দ্বারা উপযোগী করা, এই ব্ল্যাকমেইল (সেক্সটরশন) বন্ধ করা সংক্রান্ত সাহায্যের উপায়গুলো হলো যারা সেই সম্পর্কিত সহায়তা ও তথ্য খুঁজছেন, তাদের সবার জন্য।

আপনার কিশোর বয়সী সন্তান যখন অনলাইনে থাকেন সেই সময় সহ, তিনি জীবনের সব চ্যালেঞ্জের মধ্যেও আপনার সহায়তা আর গাইডেন্সের কারণে নিরাপদ থাকেন। আপনার কিশোর বয়সী সন্তানকে ব্ল্যাকমেইল (সেক্সটরশন)-এর মতো জটিল (এবং কখনও কখনও বিপজ্জনক) পরিস্থিতি এড়িয়ে যেতে সাহায্য করার জন্য আপনি যা করতে পারেন, এমন কয়েকটি বিষয় এখানে রয়েছে।

এটি কঠিন কাজ, তবে ইতিমধ্যেই আপনি এই গাইডটি পড়ে সঠিক কাজই করছেন। আপনার পরবর্তী পদক্ষেপ: সম্পর্কযুক্ত বিষয়ে আপনার কিশোর বয়সী সন্তানের সাথে কথা বলুন, তারপর তা নিয়ে আপনার বন্ধুদের সাথে আলোচনা করুন।

অনলাইন নিরাপত্তার বিষয়ে আপনার কিশোর বয়সী সন্তানের সাথে কথা বলুন।

সেক্সটিং নিয়ে কথা বললে সহজে কথা বলা শুরু করা যায় আর অল্পবয়সী ছেলেমেয়েরাও বিষয়টি বুঝতে পারেন। সেক্সটিং হলো সাধারণত অনলাইনে অশ্লীল মেসেজ অথবা নগ্ন বা আংশিক নগ্ন ছবি শেয়ার বা গ্রহণ করা। আপনি যাতে কথা বলা শুরু করতে পারেন, তার জন্য এখানে কথোপকথনের কিছু নমুনা দেওয়া হয়েছে:

  • কেউ কি কখনও তোমায় কোনো ঘনিষ্ঠ ছবি বা সেক্সট পাঠিয়েছে? (স্বচ্ছন্দ্য বোধ করলে, শুধু 'সেক্সট' বলতে পারেন।)
  • কেউ কি কখনও তোমায় কোনো ঘনিষ্ঠ ছবি বা সেক্সট পাঠাতে বলেছে বা তা পাঠানোর জন্য চাপ দিয়েছে? (ব্যাখ্যা করে বোঝান যে কেউ ঘনিষ্ঠ ছবি পাঠানোর জন্য চাপ দেওয়ার চেষ্টা করলে, তাকে বিশ্বাস করা উচিত নয়।)
  • অন্যদের ঘনিষ্ঠ বা বিব্রতকর ছবি ফরোয়ার্ড করা কি তোমার ঠিক বলে মনে হয়? কেন? (এমন ছবি ফরওয়ার্ড না করার গুরুত্বের উপর জোর দিন। ছবিতে থাকা ব্যক্তির জন্য প্রকৃতপক্ষেই তা বেদনাদায়ক হতে পারে এবং তা ফরওয়ার্ড করলে আপনার কিশোর বয়সী সন্তান বিপদে পড়তে পারেন। তাছাড়াও, কোনো ব্যক্তির শরীর কার দেখা উচিত তা নির্ধারণ করার অধিকার কারোর নেই।)

তার সাথে নিঃশর্তভাবে কথা বলুন।

ব্ল্যাকমেইল (সেক্সটরশন)-এর অভিজ্ঞতা হওয়া অল্পবয়সী ছেলেমেয়েরা বিপদে পড়ার ভয় পেতে পারেন। মা-বাবা বিষয়টি জানলে বিব্রত হবেন বা স্কুল তাকে সাসপেন্ড করবে, বন্ধুরা তাকে খারাপ ভাববে বা তাকে পুলিশি ঝামেলায় পড়তে হবে, এই ভেবে তিনি দুশ্চিন্তা করতে পারেন। এমনকি নির্যাতনকারীও তাকে নিয়ন্ত্রণ করা চালিয়ে যেতে এমন পরামর্শ দিতে বা ভয় দেখাতে পারেন এবং দুঃখজনকভাবে ঠিক এমনটাই ঘটে। এই ভয়ের কারণে অল্পবয়সী ছেলেমেয়েরা চুপ থাকেন এবং তার ফলে অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটতে পারে।

আপনার ভয় পাওয়া আর হতাশ হওয়া স্বাভাবিক, তবে আপনার কিশোর বয়সী সন্তানের জানা দরকার যে আপনি কঠিন পরিস্থিতিতেও সবসময় তার সাথে থাকবেন। আপনি যদি তাকে আশ্বস্ত করতে পারেন যে আপনি তাকে সাহায্য করবেন, তাহলে তার এমন কোনো খারাপ অভিজ্ঞতা হলে বা তিনি এমন কোনো ভুল করলে, আপনারা দুজনে সেই বিষয়ে কথা বলে সেই খারাপ পরিস্থিতির সমাধান বের করতে পারেন।

সর্বদা নতুন নতুন বিষয়ে জানতে থাকুন।

মা-বাবার দায়িত্ব পালন করা কঠিন কাজ হতে পারে। আজকের প্রযুক্তিতে দ্রুতগতির পরিবর্তনের সাথে তাল মেলানো কঠিন কাজ। নতুন নতুন অ্যাপ ডাউনলোড করে তা ব্যবহার করে দেখুন। আপনার কিশোর বয়সী সন্তানের প্রিয় অ্যাপ কোনগুলো, তা জানতে চান। আপনি যত বেশি আপনার কিশোর বয়সী সন্তানের সাথে এই বিষয়ে কথা বলবেন, খারাপ কিছু ঘটলে তা বোঝা ততই সহজ হবে এবং তার পক্ষে আপনাকে অস্বস্তিকর পরিস্থিতির বিষয়ে জানানো সহজ হবে।

মা-বাবাদের এবং পরিবারের সদস্যদের জন্য আমাদের যে সব সাহায্যের উপায় রয়েছে, সেই সম্পর্কে জানুন। আপনার কাছে যদি Facebook বা Instagram অ্যাকাউন্ট থাকে অথবা আপনার কিশোর বয়সী সন্তানের কাছে যদি এমন কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার অভিজ্ঞতা থেকে যাতে সর্বাধিক সুবিধা পেতে পারেন এবং আপনার কিশোর বয়সী সন্তানকে তার অভিজ্ঞতা পরিচালনা করতে সাহায্য করতে পারেন, তার জন্য আমরা এখানে কিছু উপযোগী লিঙ্ক, পরামর্শ ও কৌশল দিয়েছি।

এই বিষয়ে অন্যদেরও জানান।

একে অপরকে শিক্ষিত করে, আমরা আরও ভালো ভাবে আমাদের কিশোর বয়সী সন্তানদের রক্ষা করতে পারি। আপনার কিশোর বয়সী সন্তান আর বন্ধুদের সাথে Thorn-এর "ব্ল্যাকমেইল (সেক্সটরশন) বন্ধ করুন" মূলক ভিডিওটি শেয়ার করুন। ব্ল্যাকমেইল (সেক্সটরশন) কীভাবে ঘটে সেই সম্পর্কে লোকজন যত জানবেন, ততই তারা এই সব পরিস্থিতি সামলানোর বিষয়ে ভালো ভাবে তৈরি হতে পারবেন।

আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন