মা-বাবাদের তত্ত্বাবধানে কিশোর-কিশোরীদের জন্য একটি নতুন, সুরক্ষিত অভিজ্ঞতা
যেসব কিশোর-কিশোরী Facebook ও Messenger ব্যবহার করে, শীঘ্রই তাদের অ্যাকাউন্টগুলো 'কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্ট' হিসাবে অটোমেটিক চিহ্নিত করা হবে, যেখানে তাদের সাথে যারা যোগাযোগ করতে পারবেন এবং তারা যেসব কনটেন্ট দেখতে পারবেন, তা সীমিত করার জন্য আপডেট করা সেটিংস থাকবে। 16 বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা এই সেটিংস পরিবর্তন করতে চাইলে, তাদেরকে মা-বাবার থেকে অনুমতি নিতে হবে।