তত্ত্বাবধানের টুল ব্যবহার করার জন্য আপনি যে অবশ্যই অ্যাপটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করেছেন, তা দেখে নিতে ভুলবেন না।
* Facebook ও Messenger-এ 'তত্ত্বাবধান' চালু করা হলে তা আপনাকে প্রতিটি পৃথক অ্যাপের জন্য ইনসাইট প্রদান করবে
আপনার কিশোর বয়সী সন্তান যাতে পজিটিভ অভিজ্ঞতা পেতে পারেন, তার জন্য তাকে সাহায্য করতে 'তত্ত্বাবধান টুল' খুঁজুন।
'তত্ত্বাবধান'-এ যানসাধারণ প্রশ্নাবলী
শুধুমাত্র আমন্ত্রণ পাঠালেই Facebook ও Messenger-এ 'তত্ত্বাবধান' সেট আপ করা যায়। কিশোর-কিশোরীরা নিজেদের অ্যাকাউন্ট তত্ত্বাবধান করতে মা বা বাবাকে আমন্ত্রণ জানাতে পারেন এবং মা বা বাবাও নিজের কিশোর বয়সী সন্তানকে তত্ত্বাবধানে নথিভুক্ত করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। উভয় পক্ষকেই আমন্ত্রণ স্বীকার করতে হবে এবং 'তত্ত্বাবধান' শুরু করতে কিশোর-কিশোরীদের অবশ্যই তা কনফার্ম করতে হবে। Facebook বা Messenger অ্যাপের সেটিংসে গিয়ে 'তত্ত্বাবধান' বেছে নিয়ে শুরু করুন।
আপনার কিশোর বয়সী সন্তানের Facebook ফ্রেন্ড এবং Messenger কন্ট্যাক্ট এবং ফ্যামিলি সেন্টারে মেসেজ ডেলিভারি, প্রোফাইল ও অডিয়েন্সের পছন্দ এবং স্টোরি নিয়ন্ত্রণ করার মতো তার কিছু সেটিংস দেখার ক্ষমতা আপনার রয়েছে। নোটিফিকেশন চালু থাকলে, এই সেটিংগুলোর মধ্যে কোনোটি পরিবর্তন হলে, আপনি সেই সম্পর্কিত নোটিফিকেশন পাবেন।
আপনি 'তত্ত্বাবধান'-এ গিয়ে এবং "Messenger-এ কাটানো সময়" বা "Facebook-এ কাটানো সময়"-এ গিয়ে প্রতিটি পৃথক অ্যাপে কাটানো দৈনিক গড় সময় দেখতে পারেন।
আপনি নিজের কিশোর বয়সী সন্তানের Messenger কন্ট্যাক্ট লিস্ট এবং Facebook ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন, এর মধ্যে তার Instagram-এর চেনাজানা ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকতে পারেন। সবচেয়ে সম্প্রতি যোগ করার সময়ক্রম অনুযায়ী ফ্রেন্ড ও কন্ট্যাক্ট সাজানো থাকে।