তত্ত্বাবধানের টুল ব্যবহার করার জন্য আপনি যে অবশ্যই অ্যাপটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করেছেন, তা দেখে নিতে ভুলবেন না।

পরিবারের সদস্যদের, Instagram-এ একসাথে ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা

আপনার কিশোর বয়সী সন্তান যেহেতু সময়ের সাথে সাথে অনলাইনে তার পরিচিতি বাড়াবেন, লোকেদের সাথে যোগাযোগ করবেন এবং নিজের ক্রিয়েটিভিটি সকলের সামনে আনবেন, তাই তার জন্য কীভাবে Instagram-এ ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করতে পারবেন, সেই সম্পর্কে জানুন।

তত্ত্বাবধান ও সহায়তা

আপনার কিশোর বয়সী সন্তানকে যাতে Instagram ব্যবহার করতে আরও ভালো ভাবে সাহায্য করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় টুল পান

আপনার কিশোর বয়সী সন্তান যাতে অনলাইনে আরও বেশি ইতিবাচক আর উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন, তার জন্য তাকে সাহায্য করতে বিভিন্ন সাহায্যের উপায় সম্পর্কে জানুন।

Instagram-এ 'তত্ত্বাবধান' বিভাগে যান

সাধারণ প্রশ্নাবলী

আমরা 30টির বেশি টুল, ফিচার ও সংস্থান তৈরি করেছি, এগুলো কিশোর-কিশোরীদের নিরাপদ, ইতিবাচক অভিজ্ঞতা পেতে এবং মা-বাবাদের সহজে তাদের কিশোর বয়সি সন্তানদের জন্য সীমারেখা নির্ধারণ করতে সাহায্য করে। আপনি আমাদের হেল্প সেন্টারে এই সকল ফিচার সম্পর্কে আরও তথ্য খুঁজে পাবেন

Instagram-এ শুধুমাত্র একটি আমন্ত্রণ পাঠিয়েই তত্ত্বাবধানের সেট আপ করা যায়। কিশোর-কিশোরীরা নিজেদের অ্যাকাউন্ট তত্ত্বাবধান করতে তাদের মা-বাবা-কে আমন্ত্রণ জানাতে পারেন এবং মা-বাবাও তাদের কিশোর-কিশোরীদের তত্ত্বাবধানে নথিভুক্ত করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। উভয় পক্ষকেই আমন্ত্রণ গ্রহণ করতে হবে এবং তত্ত্বাবধান শুরু করতে কিশোর-কিশোরীদের অবশ্যই তাদের মা-বাবার পরিচয় নিশ্চিত করতে হবে। Instagram অ্যাপে সেটিংসে গিয়ে তত্ত্বাবধানে ক্লিক করে শুরু করুন।

তত্ত্বাবধানের সাহায্যে, কিশোর-কিশোরীদের Instagram-এ কতটা সময় কাটানো উচিত সে সম্পর্কে মা-বাবা তার কিশোর-কিশোরী সন্তানের সাথে কথোপকথন শুরু করতে পারেন। দৈনিক অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হলে, কিশোর-কিশোরীরা সব ডিভাইস জুড়ে প্রতিদিন Instagram অ্যাপে কতক্ষণ কাটাবে, সেই সময়সীমা সীমিত করা যাবে।

দৈনিক সময়সীমা নির্ধারণ করা ছাড়াও, আপনি তত্ত্বাবধানের সাহায্যে দিনের নির্দিষ্ট সময়ে (যেমন, স্কুলের সময়, রাতে খাবারের সময়) নির্ধারিত বিরতি সেট আপ করতে পারেন। এই নির্ধারিত বিরতিগুলোর জন্য আপনার বেছে নেওয়া নির্দিষ্ট সময়সীমা জুড়ে আপনার কিশোর-কিশোরী সন্তান Instagram অ্যাক্সেস করতে পারবে না।

Instagram-এ আপনার তত্ত্বাবধানে থাকা কিশোর-কিশোরী কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ জানালে, সে চাইলে আপনাকে সেই সম্পর্কে জানাতে পারেন। যদি সে আপনাকে জানাতে চায়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন যে আপনার কিশোর-কিশোরী সন্তান একটি অভিযোগ জানিয়েছে এবং তার সঙ্গে তাদের নির্বাচিত অভিযোগের বিভাগ এবং যে অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সেই সম্পর্কে জানতে পারবেন। আপনি কথোপকথন সম্পর্কে সহায়তা এবং সংস্থানের জন্য এডুকেশন হাবে অথবা কীভাবে অতিরিক্ত পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে আরও জানতে সেফটি সেন্টার বা নিরাপত্তা কেন্দ্রে যেতে পারেন৷

মা-বাবা, তার কিশোর বয়সের সন্তানের অ্যাকাউন্ট প্রাইভেসি, সংবেদনশীল কনটেন্ট এবং মেসেজিং সম্পর্কিত কিছু সেটিংস দেখতে ফ্যামিলি সেন্টার ড্যাশবোর্ডে 'তত্ত্বাবধান' ফিচারটি ব্যবহার করতে পারেন। এছাড়াও, পুশ নোটিফিকেশন চালু থাকলে এই সেটিংসগুলোর মধ্যে কখনও কোনো পরিবর্তন হলে, মা-বাবা পরিবর্তনের সতর্কতা হিসাবে একটি নোটিফিকেশন পাবেন।

আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন