সহনশীলতা শেখা যাবে এমন কিছু সিনেমা ও শো:
মিডল স্কুল- Facing the Giants (ফেসিং দ্য জায়ান্টস)
- Finding Forrester (ফাইন্ডিং ফরেস্টার)
- Greatest Showman (গ্রেটেস্ট শোম্যান)
- The 33 (দ্য থার্টি থ্রি)
- The Florida Project (দ্য ফ্লোরিডা প্রজেক্ট)
- The Rescue (দ্য রেসকিউ)
হাই স্কুল- 127 Hours (127 আওয়ার্স)
- Atypical (আটিপিক্যাল)
- Creed (ক্রীড)
- Penguin Bloom (পেঙ্গুইন ব্লুম)
- Rabbit-Proof Fence (র্যাবিট-প্রুফ ফেন্স)
- When They See Us (হোয়েন দে সি আস)
সহনশীলতা শেখার বই:
মিডল স্কুল- El Deafo (এল ডেফো)
- Fish in a Tree (ফিশ ইন আ ট্রি)
- Sorta Like a Rock Star (সর্টা লাইক আ রক স্টার)
- The Boy who Harnessed the Wind (দ্য বয় হু হার্নেসড দ্য উইন্ড)
- The Dot (দ্য ডট)
- The Hunger Games (দ্য হাঙ্গার গেমস)
হাই স্কুল- A Long Walk to Water (আ লং ওয়াক টু ওয়াটার)
- Fast Talk on a Slow Track (ফাস্ট টক অন আ স্লো ট্র্যাক)
- Hatchet (হ্যাচেট)
- Of Human Bondage (অফ হিউম্যান বন্ডেজ)
- The Rules of Survival (দ্য রুলস অফ সার্ভাইভাল)
- Whirligig (হোয়ার্লিগিগ)
যে কোনো অনলাইন (বা অফলাইন!) প্রতিকূলতাকে কীভাবে আরও ইতিবাচক ভাবে মোকাবিলা করা যায়, সেই বিষয়ে মা-বাবা ও পরিচর্যাকারীরা কিশোর-কিশোরীদের সাহায্য করলে তাদের সহনশীলতা জোরদার করতে ভালো কাজ করতে পারবেন এবং যেসব লোকেদের জীবনের গল্প কিশোর-কিশোরীদের মনোভাব, কাজ ও জীবনকে উদ্বুদ্ধ করতে পারে মিডিয়া ব্যবহার করে তাদের সেইসব গল্প শোনানো যেতে পারে। এমনটা করলে তাদের অনলাইন অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করতে তারা সাহায্য পাবেন এবং ক্ষতি থেকে নিজেদের আরও ভালো ভাবে রক্ষা করতে পারবেন। এছাড়াও, এই উপায়ে সহনশীলতা তৈরি করলে তা আপনার সন্তানের আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের ক্ষমতা, ব্যক্তিস্বাধীনতা ও উদ্দেশ্য বোধকে শক্তিশালী করবে এবং এই সব কিছুই অল্পবয়সী ছেলেমেয়েদের সুস্থ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।
1 হেন্ডারসন, এন. এবং মিলস্টেইন, এম. এম. (2003)। রেসিলিয়েন্সি ইন স্কুলস: মেকিং ইট হ্যাপেন ফর স্টুডেন্টস অ্যান্ড এডুকেটর্স।
থাউজেন্ড ওকস, সিএ: সেইজ পাবলিকেশন (করউইন প্রেস)
2 হিন্দুজা, এস. এবং প্যাটচিন, জে. ডব্লু. (2017)। কাল্টিভেটিং ইউথ রেসিলিয়েন্স টু প্রিভেন্ট বুলিয়িং অ্যান্ড সাইবার বুলিয়িং ভিক্টিমাইজেশন। চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্ট, 73, 51-62।
3 অ্যালবার্ট এলিস'এর "এবিসি (অ্যাডভার্সিটি, বিলিফস অ্যান্ড কনসিকোয়েন্সেস)" মডেলের ভিত্তিতে। অনুগ্রহ করে এলিস, এ. (1991) দেখুন। র্যাশনাল-ইমোটিভ থেরাপির (RET) সংশোধিত এবিসি সংস্করণ। জার্নাল অফ র্যাশনাল-ইমোটিভ অ্যান্ড কগনিটিভ-বিহেভিয়ার থেরাপি, 9(3), 139-172।