প্রকৃত সত্তা দেখান
অবতারের একটি অন্যতম ভালো বিষয় হলো, যে কোনো স্পেসে অন্যদের সামনে আমরা নিজেদেরকে কীভাবে দেখাতে চাই, সেটা অবতার দিয়ে স্থির করতে পারি। প্রত্যেকেই মুখের বৈশিষ্ট্য ও চুল, মেকআপ ও পোশাক ইত্যাদি বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। আপনি এই বিষয়গুলো দিয়ে আসল দুনিয়ায় যতটা প্রভাব ফেলতে পারেন, তার তুলনায় অবতারের বৈশিষ্ট্য দিয়ে আরও বেশি উজ্জ্বলভাবে নিজেকে প্রকাশ করতে পারেন।
এছাড়াও, নিজেকে বিভিন্ন রূপে কেমন লাগতে পারে এবং সেই রূপগুলো দেখে আমাদের কেমন লাগছে, সেগুলো বোঝার এক মজাদার ও সহজ উপায় হতে পারে এই অবতার। কখনো কখনো শরীরের বাহ্যিক চেহারাই আমাদের "আসল সত্তা"-র ভালো উপস্থাপনা বলে মনে হয়। তবে কখনো কখনো, আমাদের নিজেদের এমন কিছু দিকও থাকে, যেগুলো আসল দুনিয়ায় ততটা পরিস্ফুট হয় না। আপনি অন্তরে যা, সেটাই আপনার অবতারে প্রতিফলিত করতে পারেন!
আপনি নিজেকে কীভাবে দেখেন ও অন্যদের চোখে নিজেকে যেভাবে দেখতে চান, সেই অনুসারে অবতার ডিজাইন করতে পারেন। এটি বিভিন্ন স্পেসে বিভিন্ন রকমের হতে পারে! সময়ের সাথে সাথে এগুলো বদলাতেও পারে। কখনো কখনো নিজেদের অন্যরকম লাগে আর আমরা নিজেদের বদলাই ও বেড়ে উঠি। আপনার কোন রূপটি প্রকৃত বলে মনে হয়, তা খুঁজে বার করার জন্য বিভিন্ন বিকল্প ব্যবহার করে দেখুন। সেই রূপটি আপনার বাস্তব জীবনের অনুরূপ বা সম্পূর্ণ ভিন্নও হতে পারে! এক্ষেত্রে, কোনো নিয়ম নেই।
আপনি বাস্তবিক বা কৌতুকপূর্ণ রূপও ব্যবহার করতে পারেন। উদাহরণ, কিছু কিছু চুলের রঙ, অন্য রঙের তুলনায় কম বাস্তবসম্মত বলে মনে হতে পারে। এই রকম রঙ বেছে নিলে, গতানুগতিক রূপের পরিবর্তে আপনার কৌতুকপ্রিয় দিক ফুটে উঠবে। অথবা আপনি একটি রূপকথার জগতের অবতার তৈরি করতে পারেন, যেমন, কোনো রোবট বা আপনার প্রিয় চলচ্চিত্রের কোনো চরিত্র! আবার, যেসব স্পেসে নিজের অবতার ব্যবহার করবেন, সেগুলোর প্রেক্ষাপট সবসময় দেখে নিন।