সাইট বা অ্যাপের বিরুদ্ধে অভিযোগ জানান
সাইবার বুলিয়িং বা সাইবার হেনস্থা অনেক বৈধ পরিষেবা প্রদানকারীর (যেমন, ওয়েবসাইট, অ্যাপ, গেমিং নেটওয়ার্ক) পরিষেবার শর্তাবলী এবং/অথবা কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে। আপনার কিশোর-কিশোরী সন্তানকে কে হেনস্থা করছেন, তা তিনি শনাক্ত করতে পারুন বা না পারুন, আপনি নিজে জড়িত প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করুন। অভিযোগ জানানো হলে, অপমানজনক কনটেন্ট খুব তাড়াতাড়ি সরানো উচিত। মনে রাখবেন, বেশিরভাগ সাইট ও অ্যাপে বেনামী অভিযোগ জানানো যায় এবং সেক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় জানা যায় না।
প্রাসঙ্গিক পরিষেবার শর্তাবলী এবং/অথবা কমিউনিটির নির্দেশিকা ভালো করে পড়ুন, যাতে যে কনটেন্টের বিষয়ে অভিযোগ জানাতে চান সেটি কোন বিভাগে পড়ছে তা বুঝতে পারেন। মনে রাখবেন, আইন প্রয়োগকারীর অংশগ্রহণ ছাড়া কোনো সাইট বা অ্যাপ আপনার কাছে অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করবে এমন সম্ভাবনা থাকে না, তাই পরিস্থিতি যদি এমন পর্যায়ে চলে যায় যেখানে কারো নিরাপত্তা সঙ্কটে পড়েছে, তাহলে পুলিশে জানানোর প্রয়োজন হতে পারে। আপনার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সাহায্য না করলে, কাউন্টি বা রাজ্য স্তরের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন, কারণ তাদের কাছে প্রায়শই প্রযুক্তি সম্পর্কিত অপরাধের বিষয়ে বেশি সাহায্যের উপায় ও দক্ষতা থাকে।