সাইকোলজিস্ট ও শিক্ষাবিদ হিসাবে আমি সবসময় এটি পর্যবেক্ষণ করি যে মা-বাবারা কীভাবে তাদের কিশোর-কিশোরী সন্তানদের সোশ্যাল মিডিয়া ইতিবাচকভাবে ব্যবহার করার জন্য গাইড করতে পারেন। আমি অনেকের সাথে কথা বলে জেনেছি যে আপনাদের অনেকেরই বিভিন্ন সমস্যা হয়েছে। আপনার কিশোর-কিশোরী সন্তানকে অনলাইনে নিরাপদ রাখার পাশাপাশি অ্যাপ ও প্ল্যাটফর্মে ক্রমাগত হওয়া পরিবর্তনের ব্যাপারে আপ-টু-ডেট থাকার চেষ্টা করা, খুব সহজ নয়। এই কারণেই, Instagram 'কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট'-এর জন্য নতুন সেটিংস চালু করেছে, যা ব্যবহার করা সহজ, পরিবারের আলাদা আলাদা প্রয়োজনের জন্য বেশি নমনীয় এবং আরও শক্তিশালী সুরক্ষা দেয়।
মা-বাবারা উদ্বিগ্ন হতে পারেন যে তাদের কিশোর-কিশোরী সন্তানরা সোশ্যাল মিডিয়াতে যেসব কনটেন্ট দেখছেন, তা বয়স অনুসারে উপযুক্ত কি না। এছাড়াও, তারা মাঝে মধ্যে বর্তমানের অভিভাবকীয় নিয়ন্ত্রণগুলোকে বিভ্রান্তিকর বা সীমিত বলে মনে করেন। Instagram-এর এই আপডেটগুলো এই দুটি সমস্যার সমাধান করার জন্য করা হয়েছে। এগুলো কিশোর-কিশোরীদের জন্য পিজি-13 সিনেমার রেটিং অনুযায়ী নির্ধারিত অভিজ্ঞতা দেয় এবং মা-বাবাদের সহজে ব্যবহারযোগ্য অতিরিক্ত নিয়ন্ত্রণ দেয়। নিচে, আপনি গুরুত্বপূর্ণ আপডেট এবং কীভাবে সেগুলো আপনার কিশোর-কিশোরী সন্তানের জন্য প্রয়োগ করবেন, সেই সম্পর্কিত পরামর্শ খুঁজে পাবেন।
প্রতিটি পরিবার তাদের কিশোর-কিশোরী সন্তানকে অনলাইনে নিরাপদ রাখতে চায়, তবে মা-বাবারাও জানেন যে সব কিশোর-কিশোরীর জন্য একই জিনিস "উপযুক্ত" নয়—এমনকি প্রতিটি ভাইবোনের জন্যও নয়। বিভিন্ন পরিবারের নিজস্ব মূল্যবোধ থাকে এবং কিশোর-কিশোরীরা তাদের নিজস্ব গতিতে প্রাপ্তবয়স্ক হয়। এই কারণে, অনেক মা-বাবা তাদের কিশোর-কিশোরী সন্তান কী দেখতে পাবেন, তা কাস্টমাইজ করার জন্য আরও বিকল্প চেয়েছেন, যাতে সবার জন্য আলাদা নিয়ন্ত্রণ পাওয়া যায়। Instagram-এর নতুন সেটিংস এই বিষয়টি চিন্তা করে তৈরি করা হয়েছে, যাতে মা-বাবারা তাদের কিশোর-কিশোরী সন্তানদের সাথে মিলে কোনো বিষয় বেছে নেওয়ার সময়, নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সাথে আরও বেশি বিকল্প পেতে পারেন