এই গ্রীষ্মের শুরুতে, আমরা সংবেদনশীল কনটেন্ট সংক্রান্ত নিয়ন্ত্রণ আপডেট করেছি, যাতে লোকজন স্থির করতে পারে Instagram-এর সুপারিশ করা সারফেসে কত পরিমাণ সংবেদনশীল কনটেন্ট ও অ্যাকাউন্ট দেখানো যাবে।
এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের জন্য দুটি অপশন আছে, “স্ট্যান্ডার্ড” ও “কম”। 16 বছরের কম বয়সী যে কিশোর-কিশোরীরা প্রথম Instagram ব্যবহার করছেন, তাদের জন্য ডিফল্ট হিসাবে “কম” নিয়ন্ত্রণ দেওয়া থাকে। যে সকল কিশোর-কিশোরী ইতিমধ্যেই Instagram ব্যবহার করছেন, তাদের “কম” অপশন বেছে নেওয়ার জন্য আমরা প্রম্পট পাঠাব।
এর ফলে অল্পবয়সী ছেলেমেয়েদের সার্চ, এক্সপ্লোর, হ্যাশট্যাগ পেজ, Reels, ফিড সংক্রান্ত সুপারিশ ও প্রস্তাবিত অ্যাকাউন্টে সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট বা সংবেদনশীল অ্যাকাউন্ট তুলনামূলক কম দেখা যাবে।
এই পরিবর্তনগুলো করার মাধ্যমে আমাদের সুপারিশের নির্দেশিকার বিরুদ্ধে যায় এমন অ্যাকাউন্টগুলোকে সার্চ রেজাল্টে কম দেখিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোকে একসাথে সরিয়ে দিয়ে আমরা কিশোর-কিশোরীদের পক্ষে সেগুলো খুঁজে বের করা কঠিন করে তুলছি।
অ্যাপে বয়সের উপযুক্ত অভিজ্ঞতাকে সমর্থন করার মাধ্যমে অল্পবয়সী ছেলেমেয়েদের পছন্দের নতুন কোনো কিছু খুঁজতে সাহায্য করাই হলো আমাদের লক্ষ্য।
মা-বাবাদের জন্য: আপনার সন্তানের কাছে সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট দেখানো কীভাবে সীমিত করবেন, তা জানুন এখানে।