শুধু শুনুন
মাঝে মাঝে, শোনাই হলো মা-বাবার উপযুক্ত কাজ। সন্তানকে মনের কথা বলতে দিন। তিনি হয়তো আপনার কোনো পরামর্শ ছাড়াই পরবর্তী করণীয় ভেবে নিতে পারেন - আপনার উপস্থিতিই হয়তো তার পক্ষে যথেষ্ট।
মনে রাখবেন: কিশোর-কিশোরিরা নিজে ভুল করলে এবং তার ফলে উদ্ভূত সমস্যা নিজেরাই কাটিয়ে উঠতে পারলে, তাদের সহনশীলতার বিকাশ ঘটবে। আপনি তাদের শিশু বয়স থেকে যেসব সামাজিক দক্ষতা শিখিয়েছেন, সেগুলো এই সব ক্ষেত্রেই পরীক্ষা করা যায়।
আপনি হয়তো দেখতে পাবেন যে তারা সবকিছু ভুলে এগিয়ে গেছেন অথচ তাদের সাথে যা ঘটেছে তা নিয়ে আপনি এখনও হতাশ বা বিরক্ত বোধ করছেন। মূল উদ্দেশ্য হলো আপনি নিজে এগিয়ে এসে সমস্যার সমাধান না করে, তাদেরকেই পরিস্থিতি সামলাতে দিন।