Miracle Pool অ্যাপে MR অভিজ্ঞতার একটি উদাহরণতাহলে ইমারসিভ প্রযুক্তির কোন বৈশিষ্ট্য সেটিকে এত বিশেষ বানায়?
শরীর ও মন উভয়কেই সম্পূর্ণভাবে নিযুক্ত করার শক্তি এর মধ্যে আছে। এটি একজন ইউজারকে নিষ্ক্রিয় দর্শক থেকে সক্রিয় অংশগ্রহণকারীতে রূপান্তরিত করে।সক্রিয়ভাবে খেলা
আমাদের Quest 'সুপার ইউজার'-দের সাথে কথা বলার সময় আমরা যে আকর্ষণীয় বিষয়ে জানতে পেরেছি, তা হলো তাদের মতে VR কেন একটি আলাদা ধরনের 'স্ক্রিন টাইম'। শারীরিক ও মানসিকভাবে, VR-এ কাটানো সময় সাধারণত ফ্ল্যাট স্ক্রিন টাইমের চেয়ে বেশি সক্রিয় থাকে। VR-এ যদিও স্ক্রিন ব্যবহার করা হয়, তবুও আপনি যেহেতু শরীর দিয়ে এই অভিজ্ঞতা উপলব্ধি করেন তাই এটি অনেক আলাদা অনুভূতি দেয়, এমনকি তা অনেকটা সক্রিয়ভাবে বাইরে গিয়ে খেলাধূলা করার মতোই লাগে। আমরা যাদের সাথে কথা বলেছি, তাদের বেশ কয়েকজন মা-বাবাই জানিয়েছেন যে শীতের মাসগুলোতে, আবহাওয়া যাই হোক না কেন, শারীরিক অ্যাক্টিভিটির জন্য পরিবারকে Quest সাহায্য করতে পারে।
মা-বাবাদের এই পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে VR অন্যান্য ধরনের স্ক্রিন মিডিয়া থেকে মৌলিকভাবে আলাদা। এটি শুধু দেখার জিনিস নয় বরং করার জিনিস। একটি সমতল আয়তক্ষেত্রাকার স্ক্রিনের দিকে তাকানোর পরিবর্তে, ভার্চুয়াল রিয়েলিটি আপনাকে একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা দেয়। আপনি ওয়েবসাইটে যান, টিভি শো দেখেন এবং পডকাস্ট শোনেন, সেভাবেই Quest-এর অভিজ্ঞতায় আপনি অংশগ্রহণ করেন।
VR যেহেতু ইন্দ্রিয়গুলোকে ঘিরে থাকে, তাই এটি তাৎক্ষণিকভাবে অনুভব করা যায়। এখানে কোনো জায়গার প্রতীকী উপস্থাপনা থাকে না, বরং সরাসরি সেখানে থাকার অনুভূতি হয়। এই তাৎক্ষণিকতায় সব ধরনের সত্যিকারের শারীরিক প্রতিক্রিয়ার অনুভূতি হতে পারে। যেমন, অ্যাকশন গেমে হৃদস্পন্দন বেড়ে যাওয়া থেকে শুরু করে ভোরের দিকে একটি কৃত্রিম বনভূমির শান্তিপূর্ণ নিস্তব্ধ পরিবেশে রক্তচাপ কম হওয়ার মতো সব অনুভূতিই বাস্তবে বোধ করা যায়।শুধু মন নয়, শরীরকেও জড়িত করা
VR-এ আপনার পুরো শরীর জড়িত থাকে। এমনকি আপনি স্থির হয়ে বসে থাকলেও, আপনার মস্তিষ্ক মনে করে যে আপনি সেই পরিবেশের মধ্যেই রয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারী আমাদের একজন 'সুপার ইউজার' জানিয়েছেন, "যদি আমার মেয়ে একটি 3D পিয়ানো অ্যাপ বাজায়, তাহলে সে বাতাসে চাবিগুলোও দেখতে পায়। তার মন ও হাত সেই বিন্যাসটি এমনভাবে মনে রাখে, যা বই পড়ে মনে রাখা যায় না।" আরেকজন অংশগ্রহণকারী তার ছেলের প্রিয় Quest অ্যাপ সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, "এটি শুধু বোতাম টিপে কিছু করা নয়, এখানে আপনি শারীরিকভাবে কিছু এড়িয়ে যাওয়ার জন্য মাথা নিচু করেন অথবা কিছু খোঁজার জন্য পা এগিয়ে দেন।"
এই বিষয়টি প্রায়শই ইমারসিভ প্রযুক্তির অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে। আমাদের অনেকেরই যেমন অভিজ্ঞতা রয়েছে যে আমরা কোনো কাজ করতে করতেই সেটা শিখি, তাই VR শিক্ষামূলক কনটেন্টের জন্য পুরোপুরি উপযুক্ত।
তাহলে দৈনন্দিন পারিবারিক জীবনে Meta Quest হেডসেটের জন্য, উপরে বর্ণনা করা এই সুপার পাওয়ারগুলোর মানে কী? মূলত, VR হেডসেট হলো একটি অত্যন্ত কার্যকর মাল্টি টুল যা বিভিন্ন পরীক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। আপনার ডিভাইসটি আপনাকে ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া থেকে শুরু করে ভার্চুয়াল থিয়েটার শোতে নিয়ে যাওয়া, সকালের ওয়ার্কআউটের জন্য অনুপ্রাণিত করা পর্যন্ত, অনেক কিছুই করতে পারে।
অবশেষে বলা যায়, VR-এর কাছে আপনার শরীর ও মন উভয়কেই সম্পূর্ণভাবে নিযুক্ত করানোর শক্তি আছে। নিষ্ক্রিয় দর্শককে সক্রিয় অংশগ্রহণকারীতে রূপান্তর করতে পারার এই ক্ষমতাই একে অসাধারণ করে তুলে।