আপনার কিশোর-কিশোরী সন্তান যদি নিজের সম্পর্কে ইতিবাচক কিছু বলার ক্ষেত্রে ইতস্তত বোধ করেন, তাহলে আপনি এগিয়ে আসুন এবং তার কী কী আপনি ভালোবাসেন তা বলুন! তাকে বন্ধুদের থেকে তার ব্যাপারে ইতিবাচক মতামত নিতে উৎসাহ দিন, বা অন্যভাবে বললে, তাকে জিজ্ঞাসা করুন: অন্য কেউ যদি নিজের সম্পর্কে খারাপ ভাবেন, তাহলে তিনি তাকে কী ধরনের ইতিবাচক কথা বলবেন?