Meta-র ক্ষেত্রে AI-এর ব্যবহার
Meta প্রযুক্তি বিভিন্ন উদ্দেশ্যে AI ব্যবহার করে। যেমন, কনটেন্টের সুপারিশ করা, লোকজন আগ্রহী হতে পারেন এমন ইভেন্ট সম্পর্কে জানানো এবং অ্যাপে লোকজনকে সুরক্ষিত রাখা।
এখন সবকটি Meta প্রযুক্তিতে সবার জন্য জেনারেটিভ AI উপলভ্য। Meta AI অ্যাপ, ইউজারদের AI পরিধানযোগ্য ডিভাইস পরিচালনা করতে, তাদের আগ্রহের ভিত্তিতে প্রম্পট খুঁজতে এবং ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে কোচিং এবং আরও অনেক কিছুতে AI অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিতে সাহায্য করে। AI-তে সাম্প্রতিক আপডেটগুলো একটি উন্নত ভয়েস মডেল যোগ করেছে যা প্রতিটি ইউজারের জন্য একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দেয় এবং একটি ইন্টিগ্রেটেড ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করে। Meta Llama 4 দিয়ে তৈরি AI অ্যাসিস্ট্যান্ট ফোন, ট্যাবলেট বা Meta Ray-Bans-এ ইউজারদের সঙ্গে কথা বলতে পারে।আপনি AI-এর সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারেন অথবা গ্রুপ চ্যাটে “@Meta AI” লিখে তারপর কোনো প্রশ্ন বা অনুরোধ করে সেখানে Meta AI ব্যবহার করতে পারেন। এছাড়াও, Meta AI-এর সঙ্গে ইন্টার্যাক্ট করার সময় লোকেরা মেসেজে “/imagine” টাইপ করে ছবি জেনারেট করতে পারেন।জেনারেটিভ AI-এর আরেকটি উদাহরণ হলো স্টিকার। Meta প্ল্যাটফর্মে এগুলো খুব জনপ্রিয়। এখন, যে কোনো ইউজার পারস্পরিক সংযোগ স্থাপন এবং নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সাহায্য পেতে, শুধু টেক্সট দিয়ে ছবির বর্ণনা করে AI জেনারেটেড স্টিকার ব্যবহার করতে পারেন।Meta AI দিয়ে জেনারেট করা ফটোরিয়ালিস্টিক ছবিতে Meta দৃশ্যমান সূচক অন্তর্ভুক্ত করে, যাতে সেই ছবিগুলোকে মানুষের জেনারেট করা কনটেন্ট ভেবে লোকেদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম হয়। এই সূচকের মধ্যে রয়েছে Meta AI অ্যাসিস্ট্যান্টের ইমেজ জেনারেটর দিয়ে তৈরি কনটেন্টে থাকা একটি দৃশ্যমান বার্ন্ট-ইন ওয়াটারমার্ক এবং অন্যান্য জেনারেটিভ AI ফিচারের জন্য উপযুক্ত ইন-প্রোডাক্ট ব্যবস্থা।Meta AI সকলের জন্য উপলভ্য এবং এতে থাকা কনটেন্ট স্ট্যান্ডার্ডটি বলে দেয় যে একটি জেনারেটিভ AI মডেল কী তৈরি করতে পারে ও পারে না। নিরাপদ অভিজ্ঞতা প্রদান করতে Meta কীভাবে কাজ করে, সেই বিষয়ে এখান থেকে জানুন।জেনারেটিভ AI সম্পর্কে আপনার কিশোর-কিশোরী সন্তানের সঙ্গে কথা বলা
জেনারেটিভ AI কনটেন্ট শনাক্ত করা: জেনারেটিভ AI ব্যবহার করে কিছু তৈরি করা হয়েছে কি না, তা শনাক্ত করা সবসময় সহজ নয়। সোশ্যাল মিডিয়ার অন্যান্য পোস্টের মতো, যে কোনো ইউজার কনটেন্ট তৈরি, পেস্ট বা আপলোড করতে পারেন এবং এমনও হতে পারে যে সেগুলোতে সবসময় জেনারেটিভ AI লেবেল থাকবে না। লোকেরা যাতে জেনারেটিভ AI দিয়ে জেনারেট করা ছবি শনাক্ত করতে পারেন, সেই জন্য Meta সহ কিছু জেনারেটিভ AI পরিষেবা এই ধরনের ছবিতে দৃশ্যমান চিহ্ন যুক্ত করবে, তবে সবসময় তা সম্ভব হবে না।
Meta, ইউজারদের কনটেন্ট আপলোড করার অনুমতি দেয় এবং ইউজাররা জেনারেটিভ AI দিয়ে তৈরি ও লেবেল না থাকা কনটেন্ট আপলোড করতে পারেন। এছাড়াও, নন-Meta টুল ব্যবহার করে তৈরি AI ছবি আপলোড করা সম্ভব।তথ্য যাচাই করুন: জেনারেটিভ AI-তে ভুল তথ্য জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে, একে কখনও কখনও "দৃষ্টিভ্রম" বলা হয়। জেনারেটিভ AI-এর তথ্য বিশ্বাস করা বা শেয়ার করার আগে, নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করা ও সেই বিষয়ে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। কারণ, স্ক্যামাররা আপনার কিশোর-কিশোরী সন্তানের প্রোফাইল বা অ্যাকাউন্টের সঙ্গে প্রতারণা করতে বা তা অসৎ উদ্দেশ্যে কাজে লাগাতে জেনারেটিভ AI ব্যবহার করতে পারেন।দায়িত্বশীল ব্যবহার: আপনার কিশোর-কিশোরী সন্তানকে জেনারেটিভ AI ব্যবহার করার ক্ষেত্রে সৎ ও যত্নশীল হওয়ার, উৎস উল্লেখ করার, স্কুলের নির্দিষ্ট নিয়ম মেনে চলার এবং তার কাজের নির্ভুলতা ও সত্যতার জন্য দায়বদ্ধ থাকার কথা মনে করিয়ে দিন। এছাড়াও, ইতিবাচক ও ক্ষতিকর নয় এমন উদ্দেশ্যে AI-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করার বিষয়ে মা-বাবাদের কথা বলা উচিত।প্রাইভেসি ও নিরাপত্তা: যে কোনো জেনারেটিভ AI ব্যবহার করার সময়, আপনার কিশোর-কিশোরী সন্তানকে তার প্রাইভেসি ও নিরাপত্তা রক্ষা করার কথা মনে করিয়ে দিন। একটি জেনারেটিভ AI প্রোডাক্ট, সেটির জেনারেটিভ AI উন্নত করতে আপনার দেওয়া তথ্য ব্যবহার করতে পারে। সামাজিক নিরাপত্তা নম্বর, ক্রেডিট কার্ড নম্বর বা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে চান না, এমন কোনো গোপনীয় তথ্য কোনোভাবেই দেবেন না। আপনার কিশোর-কিশোরী সন্তানের সঙ্গে AI-জেনারেটেড স্ক্যামের ঝুঁকির বিষয়ে আলোচনা করুন।