Facebook ও Messenger-এ কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্টে তত্ত্বাবধান ব্যবহার করা
'তত্ত্বাবধান' হলো বিভিন্ন টুল ও ইনসাইটের একটি সেট, যা মা-বাবা ও অভিভাবকরা Facebook ও Messenger-এ নিজেদের কিশোর-কিশোরী সন্তানদের (13 থেকে 17 বছর বয়সী বা কিছু অঞ্চলে 14 থেকে 17 বছর বয়সী) সাহায্য করার জন্য ব্যবহার করতে পারেন। কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্টে, তত্ত্বাবধানের সাহায্যে মা-বাবা ও অভিভাবকরা তাদের সন্তানদের 'কিশোর-কিশোরীর নিরাপত্তা' সেটিংস দেখতে ও নির্দিষ্ট কিছু সেটিংসকে কম সুরক্ষিত করার জন্য করা অনুরোধের অনুমোদন দিতে বা তা অস্বীকার করতে পারবেন। এছাড়াও, মা-বাবা ও অভিভাবকরা সময়সীমা সেট করতে পারবেন এবং 'কিশোর-কিশোরীর নিরাপত্তা' সেটিংসের অন্য দিকগুলোকে আরও সুরক্ষিত করতে পারবেন।
কিশোর-কিশোরীর জন্য অ্যাকাউন্টে 'তত্ত্বাবধান' সেট আপ করা হলে, মা-বাবা যা করতে পারবেন, তা হলো:
- দৈনিক সময়সীমা ও স্লিপ মোড সেট করে, তার সন্তান Facebook কতক্ষণ ব্যবহার করতে পারবেন সেই সময় পরিচালনা করতে পারবেন।
- তার কিশোর-কিশোরী সন্তানের অ্যাকাউন্টের কিছু সেটিং, কম সুরক্ষিত করার অনুরোধ অনুমোদন বা অস্বীকার করতে পারবেন।
- তার কিশোর-কিশোরী সন্তান কীভাবে Facebook ও Messenger ব্যবহার করেন সেটি সহ তার Facebook ফ্রেন্ড, Messenger-এর কন্ট্যাক্ট লিস্ট এবং তিনি কাদের ব্লক করেছেন এসবের ইনসাইট দেখতে পাবেন।
13 থেকে 15 বছরের কিশোর-কিশোরী সন্তানকে তার 'কিশোর-কিশোরীর নিরাপত্তা' সেটিংস কম সুরক্ষিত হিসাবে পরিবর্তন করতে মা-বাবা বা অভিভাবকের কাছে অনুরোধ জানিয়ে, তার অনুমোদন নিতে হবে। তার কিশোর-কিশোরী সন্তান এইসব সেটিংসের মধ্যে কোনো একটিতে পরিবর্তন করার অনুরোধ জানালে মা-বাবাকে নোটিফিকেশন ট্যাবে এবং পুশ নোটিফিকেশন চালু করা থাকলে, সেখানে জানানো হবে।