অনলাইন হেনস্থা: এমন সমস্যা যা সহজে দমন করা যায় না
হেনস্থা কেবল আপনার কিশোর-কিশোরী সন্তানের স্কুলের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেক শিক্ষার্থী তাদের সহপাঠীদের সাথে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার সন্তান অনলাইনেও চাপ বা হয়রানির শিকার হতে পারেন।
অনলাইন হেনস্থা সোশ্যাল মিডিয়া, টেক্সট মেসেজ, অ্যাপ বা এমনকি ভিডিও গেমের মাধ্যমেও ঘটতে পারে। এতে সরাসরি হুমকি দেওয়া থেকে শুরু করে কাউকে ডক্সিং করা (অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করা) বা এমনকি অবাঞ্ছিত বা ক্ষতিকর আচরণ করা সহ, সবকিছুই থাকতে পারে।