Meta-তে, আমরা পরিবারগুলোকে অনলাইনে ইতিবাচক সম্পর্ক আরও ভালো করে তুলতে সাহায্য করার জন্য বিশ্বস্ত সংগঠন ও পার্টনারদের সাথে কাজ করে গর্বিত।
MediaSmarts হলো কানাডার ডিজিটাল মিডিয়া লিটারেসির দ্বিভাষী কেন্দ্র। একটি রেজিস্টার করা দাতব্য সংস্থা হিসাবে MediaSmarts, 1996 সাল থেকে গবেষণার আয়োজন করছে, সংস্থান বাড়াচ্ছে এবং ডিজিটাল মিডিয়া লিটারেসিতে অগ্রগতি নিয়ে আসছে।
NAMLE গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থান বা সাহায্যের উপায় সরবরাহ করে; এই সংস্থানগুলো সব বয়সের লোকজনকে মিডিয়া লিটারেসির অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা বাড়াতে সাহায্য করে।
Parent Zone (পেরেন্টজোন) হলো ডিজিটাল পারিবারিক জীবনের কেন্দ্রবিন্দু, যা শিশুদের সম্ভাব্য সবচেয়ে ভালো ভবিষ্যতের হদিস দেয়।
ConnectSafely (কানেক্টসেফলি) পরিবারের সদস্যদের এবং স্কুলের বাচ্চাদের অনলাইনে নিরাপত্তা, প্রাইভেসি, সুরক্ষা ও ডিজিটাল ওয়েলনেস অর্থাৎ ডিজিটাল সুস্থতা সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য কাজ করে।
আপনার পরিবারের ডিজিটাল সুস্থতার ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য আমাদের পরামর্শদাতারা সেইসব বিষয় নিয়ে আলোচনা করেন যা আপনার ও আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ।
আপনার পরিবারের সদস্যদেরকে সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকা এবং অনলাইনে কিছু খোঁজার ও ইন্টারঅ্যাক্ট করার সময় সংবেদনশীল বা বিরক্তিকর কনটেন্ট এড়িয়ে যাওয়া সম্পর্কে জানান।
আমরা বিশেষজ্ঞ, অভিভাবক ও কিশোর-কিশোরীদের সহযোগিতা করি, কারণ আমরা ডিজাইন প্রক্রিয়ার অংশ হিসাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনার এবং উন্নত করার মাধ্যমে বয়সোপযোগী অভিজ্ঞতা গড়ে তুলি।
আপনার পরিবারের সদস্যদেরকে তাদের অনলাইন কমিউনিটিতে ও অ্যাক্টিভিটিতে ভালো সম্পর্ক ও আরও বেশি ইতিবাচক যোগাযোগ বজায় রাখতে সাহায্য করুন।