একটি টেবিলে কয়েকজন বসে আছেন

জ্ঞান হলো শক্তি।

আপনার বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া ইনসাইট ও সহায়তা।

Meta-তে, ইতিবাচক অনলাইন সম্পর্ক গড়তে পরিবারের সদস্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে, বিশ্বস্ত সংগঠন ও লোকেদের সঙ্গে মিলে কাজ করার জন্য আমরা গর্বিত।

অনলাইনে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা

Meta প্রযুক্তি জুড়ে আপনাকে ও আপনার পরিবারকে আরও ভালো ডিজিটাল অভিজ্ঞতা লাভে সাহায্য করার ক্ষেত্রে তরুণ-তরুণীদের প্রাইভেসি, নিরাপত্তা এবং সুস্থতা সংক্রান্ত বিষয়ে শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞদের কাছ থেকে গবেষণা-সমর্থিত ইনসাইট পান।

আমাদের পরামর্শদাতার উদ্যোগ

যুব সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে ভালোভাবে ভারসাম্য রাখার উপায় খুঁজতে, পরামর্শদাতারা সেইসব বিষয় নিয়ে আলোচনা করেন যা আপনি ও আপনার কিশোর বয়সি সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিল

নিরাপত্তাকে সবসময়ই গুরুত্ব দেওয়া হয়। আপনার পরিবারের সদস্যদেরকে সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকা এবং অনলাইনে কিছু খোঁজার ও ইন্টারঅ্যাক্ট করার সময় সংবেদনশীল বা বিরক্তিকর কনটেন্ট এড়িয়ে যাওয়া সম্পর্কে জানান।

আরও জানুন

Meta যুব পরামর্শদাতা

আপনার পরিবারের সদস্যদেরকে তাদের অনলাইন কমিউনিটিতে ও অ্যাক্টিভিটিতে ভালো সম্পর্ক ও আরও বেশি ইতিবাচক যোগাযোগ বজায় রাখতে সাহায্য করুন।

অভিজ্ঞ পরামর্শ

Meta-তে, আমরা ইতিবাচক অনলাইন অভিজ্ঞতা দেওয়ার জন্য শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও বিশ্বস্ত সংগঠনের সাথে পার্টনারশিপ করেছি।

NAMLEParent Zone UKConnect SafelyArizona State UniversityAAKOMA ProjectCyberbullying Research Center (সাইবারবুলিয়িং রিসার্চ সেন্টার)
Digital Wellness Lab (ডিজিটাল ওয়েলনেস ল্যাব)Future of Privacy Forum (ফিউচার অফ প্রাইভেসি ফোরাম)ইন্টারন্যাশনাল বুলিং প্রিভেনশন অ্যাসোসিয়েশন (International Bullying Prevention Association)iWinKlikSafeProject ROCKIT
মিডিয়া স্মার্ট (Media Smarts)Net Family NewsOrygenSangath - It's Okay to TalkJed Foundation (জেড ফাউন্ডেশন)
LGBT সংক্রান্ত প্রযুক্তিStiftung Digital Chancen (স্টিফটুং ডিজিটাল চ্যানসেন)Dubit (ডুবিট)SaferNet (সেফারনেট)The Diana Award (দ্য ডায়ানা অ্যাওয়ার্ড)Elternguide.online
আপনার লোকেশন হিসাবে নির্দিষ্ট কনটেন্ট দেখতে আপনি কি অন্য কোনো দেশ বা অঞ্চল বেছে নিতে চাইবেন?
পরিবর্তন করুন